আইসিসি টি২০ র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে দীপ্তি, সিংহাসন হারালেন স্মৃতি, বিসিসিআই দিল চমক

0

এই তো মাত্র কয়েকদিন আগেই ডব্লুপিএল নিলামে চমকে দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। নিলামে সবচেয়ে বেশি দাম, ৩ কোটি ২০ লাখ টাকায় নিজের পুরনো দল ইউপি ওয়ারিয়র্সে ফেরেন তিনি। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের একমাত্র ক্রিকেটার হলেন দীপ্তি, যিনি পরপর দুই মেগা নিলামেই আড়াই কোটির বেশি দর পেয়েছেন। তবে আরও গর্বের স্বীকৃতি অপেক্ষা করছিল সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মার জন্য। মহিলাদের টি২০ ক্রিকেটে বোলারদের তালিকায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে উঠে এলেন তিনি। গত কয়েক বছর ধরে একটানা ভালো পারফর্ম করে যাচ্ছেন দীপ্তি শর্মা। তারই পুরস্কার পেলেন। দ্বিতীয় স্থানে থাকা অ্যানাবেলের (৭৩৬) থেকে এক পয়েন্টে এগিয়ে তিনি। দীপ্তির সংগ্রহ ৭৩৭ পয়েন্ট।

দীপ্তির ছটায় ভারতীয় মহিলা ক্রিকেট আরও উজ্জ্বল হলেও, খারাপ খবর স্মৃতি মান্ধানার জন্য। তিনি ব্যাটারদের সিংহাসন হারালেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিতেই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় মান্ধানাকে সরিয়ে ফের শীর্ষে চলে এসেছেন উলভার্ট। মান্ধানা চলে গেছেন ৩ নম্বরে। 

জেমাইমা রডরিগেজ র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উঠেছেন। এসেছেন প্রথম দশে। টি২০তে ব্যাটারদের তালিকায়  জেমাইমা আছেন ৯ নম্বরে। জেমাইমা আরও একটা সুখবর পেয়েছেন। দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকেই। গত তিন মরশুম ধরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিং। আইসিসি র‍্যাঙ্কিংয়ে শেফালি বর্মা আছেন ১০ নম্বরে।

অন্যদিকে বড়দিনের আগেই ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য সুখবর আনতে চলেছে বিসিসিআই। মহিলা ঘরোয়া ক্রিকেটাররা এখন আগের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি ম্যাচ ফি পাবেন। সিনিয়র মহিলা ক্রিকেটাররা প্লেয়িং ইলেভেনে থাকলে প্রতিদিন পেতেন ২০ হাজার টাকা, সেই টাকা বেড়ে হবে ৫০ হাজার টাকা।  রিজার্ভ ক্রিকেটারদের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *