আইনি বিচ্ছেদ কি মনের বিচ্ছেদ ঘোচাতে পারে? প্রাক্তনের জন্মদিনে অনিন্দ্যর আদুরে পোস্ট

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটা সম্পর্ক শেষ হয়ে গেলেও, একে অপরের প্রতি সম্মান, বন্ধুত্বের ভাল লাগা এইগুলো বাঁচিয়ে রাখা যায়। ঠিক এমনটাই প্রমাণ করলেন গায়ক-পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রাক্তন স্ত্রী মধুজা বন্দোপাধ্যায়ের জন্মদিনে অদূরে পোস্ট করে শুভেচ্ছা জানালেন তাঁর সমাজমাধ্যমে। 

নিজের ফেসবুক দেওয়ালে অনিন্দ্য লিখলেন—

“প্রতিটি দিন তোমার দিন, প্রতিটি দিন কাজ

কাল তোমার জন্মদিন, জন্মদিন আজ।”

এই দু’টি লাইনই অনেক না বলা কথা বলে দেয়।

অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং মধুজা বন্দ্যোপাধ্যায়—দু’জনেই বাংলা শিল্পজগতে পরিচিত মুখ। পরিচয় হয় থিয়েটারের মাধ্যমে, নব্বই দশকের শেষভাগে। সেই পরিচয় গড়ায় প্রেমে, তারপর বিয়ে। দাম্পত্যে আসে একমাত্র সন্তান আদিত্য।বহু বছর তাঁরা ছিলেন একে অপরের ছায়া। মঞ্চ, ধারাবাহিক কিংবা সিনেমা—পেশাগতভাবেও ছিলেন বহু কাজের অংশীদার।

কিন্তু সব সম্পর্কের নিজস্ব ছন্দ থাকে। সময়ের সঙ্গে বদলে যায় প্রাধান্য, আসে দূরত্ব, বোঝাবুঝির ফাঁকফোকর তৈরি হয়। কিছু কিছু প্রশ্ন থেকে যায় উত্তরহীন, আর কিছু সম্পর্ক থেমে যায় আইনি সিদ্ধান্তে। অনিন্দ্য-মধুজারও তাই হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও যা থেকে যায়, তা হল শ্রদ্ধা আর এক গভীর বন্ধুত্ব।

মধুজা তাঁর অভিনয় ও নাট্যকর্মের জন্য যেমন প্রশংসিত, অনিন্দ্য তেমনই জনপ্রিয় গীতিকার, গায়ক ও পরিচালক হিসেবেও।অনিন্দ্য চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে একজন প্রতিষ্ঠিত অভিনেতা। তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী চরিত্র রূপায়ণ তাঁকে দর্শকদের কাছে প্রিয় করে তুলেছে। অন্যদিকে, মধুজা বন্দ্যোপাধ্যায়ও একজন প্রতিভাবান অভিনেত্রী এবং নাট্যকর্মী হিসেবে পরিচিত।

আজ তাঁদের সম্পর্ক হয়তো আর সেই পুরনো সংজ্ঞায় নেই, কিন্তু যে বন্ধন একসময় তৈরি হয়েছিল, তার ছায়া থেকে যায়। জন্মদিনে সেই ছায়াটাকেই যেন আরও একবার আলতো করে ছুঁয়ে দিলেন অনিন্দ্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *