‘আমি ব্লক করিনি’, মঞ্চেই মিল দুই প্রাক্তনের, ইনস্টাতে একে অপরকে ‘ফলো’ দেব-শুভশ্রীর

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

প্রথমে ‘ধূমকেতু’র ‘গানে গানে’ গান দিয়ে শুরু। তারপর কিছুটা খুনসুটি এবং কিছুটা সংযত হয়েই কথা শুরু দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের । এই ১০ বছরে আমূল বদলেছে দু’জনের সম্পর্কের সমীকরণ। এত বছরে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে তাঁদের। কিন্তু ঠিকমতো কথা বিনিময় কি হয়েছে দুই প্রাক্তনের?

তাঁরা মঞ্চে এলেন। ছবি নিয়ে কথার মাঝেই প্রাক্তনের সঙ্গে হালকা খুনসুটি শুরু করলেন দেব। পরিস্থিতির সঙ্গে ভালই মিলে যাচ্ছিলেন শুভশ্রী, এমন সময় সঞ্চালকের আসনে থাকা রোহন ভট্টাচার্যের প্রশ্ন, “এত বছরে একে অপরের সমাজমাধ্যমে ঢুঁ মারা হয়েছে?” দেবের সোজাসাপটা জবাব, “শুভশ্রী এখন লেডি সুপারস্টার। ওকে দেখতে গেলে প্রোফাইল স্টক করতে হয় না। ওঁ এতটাই জনপ্রিয় যে ওঁর কাজ এমনই চোখে পড়ে যায়।”

কথা প্রসঙ্গেই উঠে আসে কে কাকে ব্লক করেছিলেন সমাজমাধ্যমে। প্রশ্ন উঠতেই শুভশ্রী বলে ওঠেন, “আমি ব্লক করিনি দেবকে।” অভিনেতার মুখে তখন হাসি। দর্শকাসনে বসে থাকা অনুরাগীদের কাছে তখন সবটাই স্পষ্ট। এ দিন মঞ্চে বসেই দূরত্ব মিটিয়ে নিলেন তাঁরা। আবার ইনস্টাগ্রামে ফলো করলেন একে অপরকে। শুধু তাই নয়, ফোন উঁচু করে সকলকে দেখালেনও তাঁরা। তারপরেই একে অপরের সঙ্গে হাসি মুখে সেলফি। সেই নিজস্বী জ্বলজ্বল করছে তাঁদের সমাজমাধ্যমের পাতায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *