‘মেগাস্টার’ কখনও ‘মাফিয়া’! দেবের ‘প্রজাপতি ২’ জায়গাই পেল না প্রেক্ষাগৃহে

0

এমনও হয়! এমন দিনও যে দেখতে হবে মেগাস্টার ‘দেব’ হয়তো ভাবতেই পারেননি। তাই অভিমান আর চাপা ক্ষোভ থেকেই হয়তো নিজেকে ‘মাফিয়া’ তকমাটা অকপটে লিখে ফেলতে পারেন। বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত আলোচিত ছবি ‘প্রজাপতি ২’। কিন্তু তার আগেই বিতর্ক দানা বাঁধল দেব-এর পোস্টে।

ভিন্ন স্বাদের তিনটি ছবি একই সঙ্গে মুক্তি পাবে বড়দিনে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি একটি খুনীর সন্ধানে’ এবং দেব অভিনীত ‘প্রজাপতি ২’। কিন্তু কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোতে পোস্টার লাগানোর পরও শো পায়নি দেবের এই ছবি। ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় প্রেক্ষাগৃহকে কেন্দ্র করে।

দেব সমাজ মাধ্যমে একটা ছবি শেয়ার করেছেন যেখানে পরপর তিনটি ছবির পোস্টার টাঙ্গানো, প্রথম দুটির ছবি অস্পষ্ট করে দেওয়া হলেও তাতে স্পষ্ট দুটি শুভশ্রী ও কোয়েলের সিনেমার ছবি। একেবারে নিচে রয়েছে ‘প্রজাপতি ২’ ছবির হোডিং। অভিনেতা লেখেন, ‘এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরেও সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরেও আমার সিনেমা জায়গা পায়নি।আশা করি সিনেমা হলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।’

ক্ষোভের কারণ, প্রেক্ষাগৃহের শো তালিকায় দেবের ছবির কোনো জায়গা হয়নি। মূলত চলতি বছরের পুজোর সময় দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। সে সময় অভিযোগ উঠেছিল, সরকারের সঙ্গে ভাল সম্পর্ক থাকায় ক্ষমতার জোরে অন্য ছবির শো কমিয়ে, দেব নিজের ছবিকে বেশি সুবিধা করে দিচ্ছেন। অনেকে সে’সময় বাংলা সিনে মহলে ‘মাফিয়া’ তকমাও দিয়ে দেন। তবে লড়াই যে ছাড়বেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *