‘বাংলার প্রেক্ষাগৃহে বাংলা ছবি চালাতেই হবে’, অরূপ-টলিপাড়া বৈঠক শেষে বললেন দেব
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একই সঙ্গে প্রেক্ষাগৃহে মুখোমুখি টলিউড এবং বলিউড। একদিকে ‘ধূমকেতু’ অন্য দিকে ‘ওয়ার ২’। মুক্তির আগেই দুই ছবির মধ্যে রেষারেষি শুরু। ইন্ধন জুগিয়েছিল মুম্বইয়ের পরিবেশকদের তরফে চাপানো শর্ত। রাজ্যের সিনেমাহলগুলিতে ‘ওয়ার ২’ চললে, কোনও শো-এ বাংলা ছবি দেখানো হবে না। অর্থাৎ সহজভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গে ‘ওয়ার ২’ কোনও বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেবে না। তার জেরে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ার কথা বাংলার প্রযোজকদের।
বৃহস্পতিবার বাংলা ছবির স্বার্থেই মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মিটিংয়ে বসে টলিপাড়া। ছিলেন দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, নিসপাল সিং রানে-সহ অনেকেই। বৈঠক শেষে মিলল কি সুরাহা? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বললেন, “বাংলার প্রেক্ষাগৃহে বাংলা ছবি চালাতেই হবে।”
নিজেদের অবস্থান স্পষ্ট করে দেব বলেন, “আমাদের হিন্দি ছবি নিয়ে কোনও সমস্যা নেই। ওঁরা জানিয়েছিলেন যে বাংলা ছবি চালাতে দেবেন না। বাংলায় বাংলা ছবি চলবে না, এটা খুবই দুঃখজনক। এমন অনেক নিয়মই আসতে থাকে। সেই সব নিয়ে কথা না বলাই শ্রেয়।”
মিটিংয়ে কী হল? দেব বলেন, “খুবই সদর্থক আলোচনা হয়েছে। সকলেই সহমত যে বাংলা ছবিকে প্রাইম-টাইম দিতে হবে আর সবকটা হলকে বাংলা ছবি চালাতে হবে। সিঙ্গল স্ক্রিনে চারটে শোতেই হিন্দি ছবি চলবে, এমনটা আমরা মানছি না। ৫০% শো নিয়েই আমরা এগোচ্ছি। প্রাইম-টাইম মিলিয়েই ‘ধূমকেতু’ সিঙ্গল স্ক্রিনে শো পাবে।”
তিনি আরও বলেন, “পরিবেশকদের ক্ষতি করে লাভ নেই। শো নিয়ে নিলাম অথচ ছবি চলল না, সেটা হয় না। যে ছবি ভাল চলবে, তার শো বাড়বে। সেই ছবিকে শো দিতেই হবে এবং তাতে আমরা প্রত্যেকেই সহমত। পরিবেশক থেকে শুরু করে সিনেমাহলের মালিক, প্রত্যেকেই একমত যে বাংলায় বাংলা ছবি চলতে হবে। আমরা কোনওদিন একসঙ্গে আওয়াজ তুলিনি। এইবার একজোট হতে পেরেছি।”
দেবের কথায়, “এই লড়াই কেবল ‘ধূমকেতু’র জন্য নয়। বরং প্রতিটা বাংলা ছবির জন্যেও। যে ছবিগুলি শো পায় না, তাদের জন্য আমাদের লড়াই যাতে ভবিষ্যতে এই ছবিগুলিকে লড়াইয়ের মধ্য দিয়ে না যেতে হয়। ‘ধূমকেতু’ চলুক, এটাই আশা রাখি। কারণ এর উপরেই দাঁড়িয়ে গোটা ইন্ডাস্ট্রি। ছবিটা চললে ইন্ডাস্ট্রি লড়াই করার সাহস পাবে। আমরা নির্মাতা হিসেবে খুবই আশাবাদী।’