মেসেজ পেয়েছেন দেবলীনাও! শাড়িতে মুগ্ধ ‘বৌ কথা কও’-এর নিখিল! সাফাই অভিনেতা ঋজু বিশ্বাসের
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস। কিন্তু তাঁর কাণ্ড দেখে অবাক নেটিজেনরা।সম্প্রতি জনৈক উঠতি মডেল ঋজুর সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ‘ ভার্চুয়াল হেনস্তা’র অভিযোগ তুলেছেন। অভিযোগ, মেসেজে তাঁকে উত্যক্ত করেছেন অভিনেতা। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। এরপর থেকেই একের পর এক মহিলা জানাতে থাকেন, একই শিকার তাঁরাও।

একই ধরনের মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন তাঁরাও। যেগুলোর প্রত্যেকটিতেই ‘শাড়ি পরে ভালো লাগছে’ মন্তব্যটি রয়েছে। এই একই মেসেজ গেছে অভিনেত্রী ও বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমারের কাছেও। তিনিও ম্যাসেঞ্জার চেক করার পর, সেই স্ক্রিনশট শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। অন্যতম ইনফ্লুয়েন্সার দুর্বা দে’র কাছেও পৌঁছেছে একই মেসেজ। এরপর থেকেই কটাক্ষ-সমালোচনার শিকার হতে হচ্ছে ঋজু বিশ্বাসকে।

একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-এর সুবাদে টেলিদর্শকদের অন্দরমহলে ‘প্রিয় অভিনেতা’ হয়ে উঠেছিলেন ‘নিখিল’। চরিত্রের ‘নিখিল’ই বাস্তবের ঋজু। নেটপাড়ার রোষানলে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সাফাইও দেন তিনি। ঋজু বলেন, ‘শাড়ি পরে ভালো লাগছে জানিয়েছি। এটা তো প্রশংসা। আমি তো মেসেজ করে কোনও ভুল করিনি। আমি কি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে পারে না?’ তিনি এও জানান, বিতর্ক বাড়তে বন্ধুরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন ‘প্রোফাইল হ্যাকড’ হয়েছে বলে এড়িয়ে যেতে। কিন্তু এতে রাজি হননি। তাঁর কথায়, ‘মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? খারাপ কিছু বলেছি বলে তো আমার মনে হচ্ছে না। আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একইভাবে।’
ঋজু এও জানিয়েছেন, তাঁর মা ক্যানসারে আক্রান্ত। আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ প্রায় কয়েক মাস ধরেই কোনও কাজ নেই হাতে। ইন্ডাস্ট্রি খোঁজও রাখেনি।

