‘বাবা লুকিয়ে ছবি দেখতে গিয়েছিলেন’, ‘রাস’ দেখে মেয়েকে কত নম্বর দিলেন দেবলীনার বাবা দেবাশিস?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাবা দেবাশিস কুমার এবং মেয়ে দেবলীনা কুমারের রসায়ন বরাবরই মধুর। সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘রাস’। মেয়ের ছবি, আর বাবা দেখতে যাবেন না, তা কী ভাবে হয়! তবে জানেন কি, দেবলীনাকে না জানিয়েই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি। সম্প্রতি আডিশনের সঙ্গে সেই মজার ঘটনাই ভাগ করে নেন দেবলীনা। মেয়ের ছবি দেখে তাঁকে কত নম্বর দিলেন বাবা?
দেবলীনা মজা করে বলেন, “আমার ছবি নিয়ে আমার থেকেও বেশি আমার বাবা চিন্তায় আছেন। এর কারণটা বলি, আজ সকাল থেকে আমি এতটাই চিন্তিত যে আমার এক স্টুডেন্টকে নিয়ে নিজের মতো টিকিট কেটে আমি চলে গিয়েছিলাম সিনেমা দেখতে। গিয়ে দেখি বাবাও সেখানে! আমি জিজ্ঞেস করেছিলাম। হয় তো তেমনভাবে প্রকাশ করতে পারেননি। কিন্তু বুঝতে পারছিলাম যে মেয়ে কেমন পরীক্ষা দিয়েছে, সেটা দেখতেই ওখানে তিনি গিয়েছেন।’
বাবা দেবাশিস কুমারের মতে, “যার যেমন প্রস্তুতি, তার তেমনই পরীক্ষার ফলাফল হবে। কিন্তু ছবির বিষয়টা আলাদা। পরীক্ষার হলে একজন পরীক্ষক থাকেন। কিন্তু প্রেক্ষাগৃহে হাজার হাজার দর্শক। তাঁরাই পরীক্ষক। তাঁদের মতামতটাই আসল। তাঁরা যদি বলেন ছবি ভাল হয়েছে, তা হলে মেয়ে পাশ।”
পরীক্ষায় তাহলে কত নম্বর পেলেন দেবলীনা? তিনি বলেন, “ও যতগুলো ছবি করেছে, আমার মনে হয় না এমন একটা বড় চরিত্র এর আগে করেছে। আমার মনে হয়েছে ওর অভিনয় যথেষ্ট ভাল হয়েছে। অনেক পরিণত অভিনয় দেবলীনার।”