হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত অভিনেত্রী, জামিন মঞ্জুর হল নুসরাত ফারিয়ার
এন্টারটেইনমেন্ট ডেস্ক: হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার সকালে এই আদেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে এই খবরটি নিশ্চিত করেছেন নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, “নুসরাত ফারিয়া জামিন চেয়ে মঙ্গলবার সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গণ-অভ্যুত্থানের সময়ে গত ১৯ জুলাই ঢাকার ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। অভিনেত্রীর আইনজীবী আগেই জানিয়েছিলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। তখন কানাডায় ছিলেন অভিনেত্রী। এই বিষয়ে তাঁর আইনজীবীরা আদালতের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন। তারপর শুনানি নিয়ে মঞ্জুর হয় নুসরাতের জামিন।
গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ছাত্র–জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে মামলা করেন। সেখানেই নাম জড়ায় অভিনেত্রীর।