‘চিরকুমার’ তকমা কি সত্যিই ভাঙছেন দিলীপ ঘোষ? প্রেম-পরিণয় নিয়ে জোর চর্চা
আডিশন ব্যুরো: ‘এক বৈশাখে দেখা হল দু’জনায়/জৈষ্ঠ্যিতে হল পরিচয়/আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে/কী হয়.. কী হয়.. কী জানি কী হয়…!’
ছবির নাম ‘বিলম্বিত লয়’। না, এতটা কাল বিলম্বে রাজি নন দিলীপ ঘোষ।তাই পদ্ম শিবিরেই ফুটতে চলেছে গোলাপ। হল প্রেম নিবেদন। এল বিয়ের প্রস্তাব। খেলার মাঠে সবাই যখন চার-ছক্কা দেখতে ব্যস্ত, তখন গ্যালারিতে বসেই হয়তো দুয়ে দুয়ে ঠিকই চার হাত এক করার সিদ্ধান্তটা যেন নিয়েই ফেলেছিলেন দিলীপ ঘোষ!
জোর খবর রাজ্য-রাজনীতিতে। আইবুড়ো তকমা ঘোচাতে চলেছেন ৬১ বছরের দিলীপ ঘোষ।পাত্রী ৫১ বছরের রিঙ্কু মজুমদার। তিনি নিজেও বিজেপির নেত্রী।
বিজেপি করার সূত্রেই আলাপ দু’জনের। বিবাহবিচ্ছিন্না, এক সন্তানের মা। ছেলে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। শুক্রের সন্ধেতেই ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন নাকি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষই প্রথম সমাজমাধ্যমে জল্পনা ছড়িয়ে দেন। লেখেন, ‘দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।’ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বিয়ের পিঁড়িতে বসছেন এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন বঙ্গের গেরুয়া শিবিরে। শোনা যাচ্ছে মায়ের পীড়াপিড়িতেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন দিলীপ। আমন্ত্রিতের সংখ্যা খুব বেশি নয়। নিউটাউনের বাড়িতে গোধূলি লগ্নেই হবে বিয়ে। রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা। কোনও আড়ম্বর চান না দিলীপ ঘোষ।বিয়ের খবর চাউর হতেই এই নিয়ে সরাসরি তাঁকে প্রশ্ন করেছিল এক সংবাদমাধ্যম। দিলীপ তাঁর নিজস্ব ভঙ্গিতে বলেন, ‘কেন, আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ নাকি?’
তবে ‘চিরকুমার’ তকমা ভাঙবেন কিনা, খবরটা সত্যি না মিথ্যে তা নিয়ে কিছুই ভেঙে বলেননি।
জানা যায়, গত ৩ এপ্রিল ইডেনে আইপিএলে কেকেআর আর সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে দেখতে এই পরিকল্পনা সারেন দিলীপ-রিঙ্কু। ২০২১ সালে রিঙ্কুর সঙ্গে পরিচয় দিলীপের। কলকাতার ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়েই রিঙ্কুর সঙ্গে আলাপ হয় তাঁর। ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই কার্যত নিঃসঙ্গ হয়ে পড়েন দিলীপ। সেই সময় তাঁর ক্ষতে মলম লাগাতে এগিয়ে আসেন রিঙ্কু। এরপরই নাকি মন দেওয়া-নেওয়ার শুরু।