হারানো জায়গা ফিরে পেল পরশুরাম ‘আজকের নায়ক’, দিতিপ্রিয়া-জীতুর কাহিনি রইল কত নম্বরে?
টিআরপি তালিকায় কোন ধারাবাহিক, কত নম্বরে? এই কৌতূহল ইদানীং দর্শকের মনেও তৈরি হয়েছে। সমাজমাধ্যমের দৌলতে টিআররপি নম্বরও চলে আসে এখন মুঠোফোনে। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় অনেক কিছু ওলট পালট হয়ে গিয়েছে। পয়লা নম্বরে থাকা ‘পরিণীতা’ মুখ থুবড়ে পড়েছে। বরং হারানো স্থান ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। এই সপ্তাহে প্রথম পাঁচে রয়েছে কোন কোন ধারাবাহিক?
চলতি সপ্তাহে স্টুডিয়োপড়ায় ঘটেছে অনেক কিছু। জীতু কমল নাকি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। অন্য দিকে নতুন নায়কের আগমনের জল্পনা তুঙ্গে। তা হলে কি এই সপ্তাহে টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারবে এই ধারাবাহিক? উঠেছিল প্রশ্ন। হাতেনাতে মিলল প্রমাণ। বাস্তবে যাই ঘটুক না কেন প্রভাব পড়েনি টিআরপিতে।
নিজেদের জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.১ পেয়ে এই সপ্তাহে প্রথমে রয়েছে এই ধারাবাহিক। অনেকটাই নম্বর কমেছে ‘পরিণীতা’র। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতী তিরন্দাজ’। তারা পেয়েছে ৬.৯।
এই সপ্তাহেই সম্প্রচারের সময় বদলেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র। এখন থেকে বিকেল সাড়ে ৫টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। সময় পরিবর্তন হওয়ায় নিজের বিরক্তি প্রকাশ্যে এনেছিলেন পর্দার ভবানী ওরফে রাজনন্দিনী পালের মা অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। কিন্তু তাতেও খুব বেশি প্রভাব পড়েনি টিআরপিতে। তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। তারা পেয়েছে ৬.৫। বরং আশানুরূপ ফল করতে পারেনি ‘পরিণীতা’। নম্বর কমেছে অনেকটাই। ৬.৩ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই কাহিনি। আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। তাদের প্রাপ্ত নম্বর ৬.১।
