আমি আছি, থাকব সারাজীবন! জন্মদিনে হবু স্বামীকে নিয়ে ডোনার আদুরে পোস্ট
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘শুভ জন্মদিন সায়ন্তন দা!’ হবু স্বামীর জন্মদিনে আদুরে পোস্ট ডোনার। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের হৃদান-ডায়মন্ড-এর রসায়ন নিশ্চই আপনাদের মনে আছে? শুরু থেকেই এই শো-এর জনপ্রিয়তা ছিল ভীষণ। যদিও ৫ মাসের মধ্যেই ধারাবাহিক শেষ হয় যায় তবে দর্শকের মনে আজও এই জুটি থেকে গিয়েছে। অয়ন-ডোনার বন্ধুত্ব দেখে অনুরাগীরা বাস্তবেও তাঁদের একসঙ্গে দেখতে চাইতেন। কথায় আছে প্রেম বিষয়টাই অদ্ভুত। অনুরাগীরা চাইতেন ঠিকই। তবে তাঁদের মধ্যে যে শুধুই বন্ধুতের সম্পর্ক ছিল সেটা নিয়ে আর কোনও সন্দেহ নেই। ছোট পর্দার জনপ্রীয় অভিনেত্রী ডোনা ভৌমিক নাকি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এমনটাই শোনা যাচ্ছে! পাত্রের নাম সায়ন্তন মুখোপাধ্যায়।

সমাজমাধ্যমে হবু স্বামীর জন্মদিনে একান্তে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলেন ডোনা ভৌমিক। হবু স্বামীর জন্মদিনে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী জানান, ‘আমি আছি, আমি থাকব সারাজীবন।’অভিনেত্রী নিজেই সমস্ত জল্পনার ইতি টেনে জানিয়ে দিলেন ‘উনি আমার বয়ফ্রেন্ড নয়। আমার হবু স্বামী! তবে এখুনি বিয়ে নয়।’ তাতেই বোঝা যাচ্ছে সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর এগিয়েছে, এবং এক্ষুনি বিয়ের পিঁড়িতে না বসলেও শীঘ্রই তাঁরা এঙ্গেজমেন্ট সারবেন। ডোনার হবু স্বামীর সঙ্গে দার্জিলিং ভ্রমনেরও কিছু ছবি নজরে পড়ছে তাঁদের সমাজমাধ্যমে।

অন্যদিকে সায়ন্তন ডোনার সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপসনে জানান, ‘ তুমি থাকলে আমার ভীষণ সুরক্ষিত মনে হয়। দৈনন্দিন জীবনের সমস্ত ঝড় খুব সহজেই পেরিয়ে যেতে পারি। তোমার উষ্ণতা আমায় পরিপূর্ণ করে। যখন ভেঙে পরি, যখন কাহিল লাগে, তোমার স্পর্শে আমি একটা হারিয়ে যাওয়া ছাদ পাই। আমার হৃদয় যখন শূন্যতা অনুভব করে তখন তোমার ভালবাসা আমার শূন্যতাকে রাস্তা দেখায়। বিয়ে বিষয়টা অতটাও সহজ নয়। তবে যেই সময় কোনও বিষয়ের স্থায়িত্ব নেই। সেখানে আমাদের একে অপরের প্রেম কথাও মনেহয় আমরা একসঙ্গে থাকলে পূর্ণতা পায়।’ বলাই বাহুল্য যে তাঁরা প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন।

এই সময়ে, যখন বিচ্ছেদ আর ভাঙনের গল্প নিয়মিত,তাঁর মাঝে এমন একটা মিষ্টি প্রেমের গল্প কোথাও সত্যি মন ভালো করে দেয়। তাঁদের দুজনের নতুন জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা।