ভারতকে চাপ ট্রাম্পের, মোট ৫০% শুল্ক চাপাল যুক্তরাষ্ট্র, কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের

0

 

রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব! রাশিয়া থেকে তেল কেনা! জ্বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি কেনার শাস্তি পেল ভারত। আরও ২৫% অতিরিক্ত শুল্ক ভারতের ওপর চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজের তরফে জানানো হয়, ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক চাপানোর জন্য এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রর তরফে ভারত থেকে আমদানি করা পণ্যর চাপানো শুল্কর পরিমাণ বেড়ে হল ৫০%। এর আগে ভারতের ওপর ২৫% শুল্ক আর জরিমানা আরোপের কথা নিজস্ব মালিকানাধীন সামাজিক মাধ্যম টুথ সোশালে ঘোষণা করেছিলেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যর কারণেই অতিরিক্ত শুল্ক আরোপের কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। যের আবার ভারতের ওপর শুল্ক বোমা চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। নয়া এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী, অতিরিক্ত শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। ফলে ২৭ অগাস্ট থেকে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যর ওপর ৫০% শুল্ক চাপবে। তবে ওই তারিখের আগে পাঠানো হয়েছে ও ১৭ সেপ্টেম্বরের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনো এমন পণ্যকে শুল্কর আওতার বাইরে রাখা হয়েছে। ৬ তারিখের ট্রাম্পের সই করা এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে সে দেশের তেল আমদানি নিষিদ্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনেছে। এর ফলে অর্থ পাচ্ছে রাশিয়া। এরজন্য ভারতের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত।’ ইউক্রেনের সঙ্গে সামরিক অভিযানে ভারত রাশিয়াকে সমর্থন করছে ও যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় চুপ করে থাকেনি ভারত। কড়া প্রতিক্রিয়ায় বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত ঘোষণা অন্যায্য। সেই সঙ্গে ভারত জাতীয় স্বার্থ রক্ষায় যথাবিহিত পদক্ষেপ করবে বলেও মনে করিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী,’সাম্প্রতিককালে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে  অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের তেল আমদানি বাজার-ভিত্তিক। এর মূল লক্ষ্য হল ১৪০ কোটি ভারতীয়ের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা’। বিবৃতিতে আরও বলা হয়েছে,’এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য একাধিক দেশও অনুরূপ ব্যবস্থা নিয়েছে নিজেদের জাতীয় স্বার্থে। এই পদক্ষেপ অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক। ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ করবে’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *