সামনেই নতুন কাজ, আসছে নতুন বাংলা গানও, জন্মদিনে সায়নীর চাওয়া, ‘আরও ভাল গান হোক’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দৃষ্টিহীনতা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। বরং কণ্ঠের জাদুতেই জয় করেছেন আট থেকে আশির মন। তিনি সঙ্গীতশিল্পী সায়নী পালিত। আর ক্যালেন্ডার বলছে, আজ অর্থাৎ শনিবার, ৫ জুলাই তাঁর জন্মদিন। গায়িকাকে আগাম শুভেচ্ছা জানাতে ফোন মারফত তাঁর কাছে পৌঁছে গিয়েছিল আডিশন।
সাধারণত তারকা মানেই জন্মদিনের জমকালো উদযাপন। তবে গায়িকার কাছে এই ‘উদযাপন’-এর সংজ্ঞাটা একটু আলাদা। সায়নী বলেন, “মানুষ এত শুভেচ্ছা জানাচ্ছেন। এত ভালবাসা পাচ্ছি। বড়দের আশীর্বাদ পাচ্ছি। আমার কাছে তো এটাই উদযাপন।”
অবশ্য গায়িকা এমনিতেও পছন্দ করেন ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই। তিনি বলেন, “আমি খুবই প্রাইভেট একটা মানুষ; তাই জন্মদিনেও বিশেষ কোনও পরিকল্পনা থাকে না। কাছের মানুষদের সঙ্গেই উদযাপন করি। তাঁদের কাছ থেকে তো শুভেচ্ছাটা নিজেই চেয়ে নিই। বাকি যাঁরা আমায় ভালবাসেন, আমার অনুরাগীদের লেখা বার্তাগুলিও আমি মন দিয়ে পড়ি।”
গায়িকার এ বারের জন্মদিনটাও কাটবে তাঁর নিজের মতো করেই। সায়নীর মতে, “একটা সময়ের পর নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসি। তখন আমি অন্য একটা সায়নী। শুধু খুব কাছের মানুষেরা থাকবেন আর নিজের সঙ্গে কিছু মুহূর্ত। এই জীবনটা প্রতিদিনের শিল্পী জীবনের থেকে কিছুটা আলাদা। তবে দু’টোই খুব উপভোগ করি।”
দীর্ঘ দু’দশকের সঙ্গীতজীবন। বারবার নিজেকে প্রমাণ করেছেন অন্তর্জাতিক মঞ্চেও। তবে জানেন কি, সায়নীর গানের চৰ্চা শুরু মাত্র চার বছর বয়স থেকে। দীর্ঘদিনের এই প্রাপ্তি; কখনও পেছনে ফিরে দেখলে কী মনে হয়? এখনও কতটা বাকি চাওয়া-পাওয়া?
এক গাল হেসে গায়িকা বলেন, “যে কোনও শিল্পীর চাওয়া-পাওয়া কোনওদিন শেষ হয় না। যে দিন শেষ হয়ে গেল, সেদিন তো সবকিছুই শেষ! স্টুডিয়োতে গিয়ে এখনও মনে হয় আরও ভাল গান গাইব কয়েকটা। এই চাহিদাটা থাকা ভাল। আমি আরও ভাল কাজ করতে চাই। এখনও অনেকটা পথ চলা বাকি।”
এই প্রসঙ্গ ধরেই বলা যায়, চলতি বছর আরও নতুন গান উপহার দিতে চলেছেন তিনি। এর আগে শ্রোতামহলে সায়নীর একাধিক গান প্রশংসিত হলেও ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অসুর’ ছবির ‘তোর হয়ে যেতে চাই’ গানটি আজও অনুরাগীদের পছন্দের তালিকায়। জন্মদিনে গায়িকার চমক, “এ বছর একটা বাংলা ছবিতে আমার কাজ আসতে চলেছে। এ ছাড়াও অনেকগুলি হিন্দি গানেরও রেকর্ডিং সারা রয়েছে।” এ ছাড়া সদ্যই মুক্তি পেয়েছে তাঁর হিন্দি গান ‘রিমঝিম বারসে’।
প্রতিবারই নিজের গানের প্রশিক্ষণ কেন্দ্র, ‘সায়নী মিউজিক গ্রুমিং ক্লাসেস’-এর ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিউজিক ভিডিয়ো উপহার দেন সায়নী। এ বারেও এর অন্যথা হল না। আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে ‘আল্লাহ তেরো নাম’ ( Allah Tero Naam)। সব মিলিয়ে গায়িকার সারা বছরটাই কাটতে চলেছে সুরেলা ভাবেই।
জন্মদিনেও সায়নীর একটাই চাওয়া, “এই বছর জন্মদিনে চাইব যেন পরের বছর আরও ভাল কাজ করতে পারি।”
ছোট বেলার স্মৃতি কিছু মনের পড়ে? সায়নী জানান, একটি বিশেষ নিয়মে জন্মদিন উদযাপন করতেন তিনি। গায়িকা বলেন, “আমার স্কুলের কিছু বন্ধুদের সঙ্গে নাইট-স্টে করতাম। পাঁচ এবং ছয়- পরপর দু’দিন দু’টো কেক কাটা হত। খুব মজা করতাম।” সবশেষে বলেন, “একটা কথা বলি, এত বছর পরও ওই বন্ধুরা একইরকম রয়ে গিয়েছে আমার জীবনে।”