বিশ্বকাপের সেরা ডিএসপি দীপ্তিকে নিয়েই টানাটানি ডব্লুপিএল নিলামে! দল পেলেন বাংলার তিতাস!
উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে দীপ্তিময় দীপ্তি শর্মা। মেয়েদের বিশ্বকাপে সেরা ক্রিকেটার দীপ্তিকে নিয়েই টানাটানি। ৩ কোটি ২০ লক্ষ টাকায় নিজের পুরনো দল ইউপি ওয়ারিয়র্সে ফিরলেন তিনি। প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি দাম পেলেন সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার। দীপ্তিকে দলে নিতে দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্সের মধ্যে রীতিমতো দড়ি টানাটানি চলে। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড প্রয়োগ করে ইউপি ওয়ারিয়র্স দলে নেয় দীপ্তি শর্মাকে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে সবচেয়ে বেশি ৩ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছিলেন স্মৃতি মান্ধানা। তাঁকে কিনেছিল আরসিবি। এ বার মান্ধানাকে রিটেন করে রেখেছিল আরসিবি। বাংলার রিচা ঘোষকেও রিটেন করা ছিল আরসিবির। দিল্লি শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজকেও রিটেন করা ছিল। ফলে নজর ছিল দীপ্তির দিকেই।
বাংলার তিতাস সাধুকে ৩০ লাখ টাকায় দলে নেয় গুজরাট। বেস প্রাইসেই তাঁকে নেওয়া হয়। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া ৫ ক্রিকেটারের মধ্যে দীপ্তি ছাড়া রয়েছেন অ্যামেলিয়া কের (৩ কোটি টাকা), যাঁকে নিয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। শিখা পান্ডেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। সোফি ডিভাইনকে ২ কোটি টাকা দিয়ে নিয়েছে গুজরাট জায়ান্টস। মেগ ল্যানিংকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। নিলামের আসর বসেছিল দিল্লিতে। মেগা নিলামে মোট ২৭৭জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হয়েছে।
নিলাম শেষে দল পেয়েছেন ৬৭ জন ক্রিকেটার। মোট ৪০ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এদিনের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স। অপ্রত্যাশিতভাবেই অবিক্রীত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী, অমনদীপ কৌররা আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন। নিলামের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণ আগামী ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নভি মুম্বই এবং গুজরাটের ভদোদরায় অনুষ্ঠিত হবে।
