বিতর্ক-ব্যর্থতার মাঝে আশার আলো খুঁজছে ইস্টবেঙ্গল, লক্ষ্যে স্থির অস্কার ব্রুজো
স্পোর্টস ডেস্ক: সুপার কাপে দল গোয়ায় পৌঁছতেই তুমুল অশান্তি। যার জেরে গোলকিপার কোচ পদ ছেড়ে ফিরে আসেন সন্দীপ নন্দী। তার আগে ডার্বির হারের জ্বালা, আইএফএ শিল্ড হাতছাড়া করার আফশোস। সব নিয়ে ভাল অবস্থায় যে নেই ইস্টবেঙ্গলের অন্দর, তা বলাই যায়। তবে এর প্রভাব মাঠে পড়তে দিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। শনিবার ডেম্পোর বিরুদ্ধে সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। ডেম্পো-ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে সুপার কাপের সূচনাও। ১০ বছর পর ডেম্পোর বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড। রিয়েল কাশ্মীর নাম তুলে নেওয়ায় সুযোগ পেয়েছে গোয়ার এই দল। কার্লেস কুয়াদ্রাতের আমলে ট্রফি খরা কাটিয়ে সুপার কাপ জেতে ইস্টবেঙ্গল, এবার সেই কাপ ফের ঘরে আনার লক্ষ্য অস্কার ব্রুজোর। কারণ অবশ্য অন্য। কারণটা আগেই জানিয়েছিলেন ব্রুজো। বলেছিলেন, ‘সুপার কাপ জিতলেই সরাসরি এএফসির প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়া যায়। আমাদের কাছে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’
ইস্টবেঙ্গল তাঁদের প্রথম দুই ম্যাচ খেলবে ব্যাম্বোলিমে। সেখানে সম্প্রচার নিয়ে আপত্তির কথা জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা জিও হটস্টার। আবার, ম্যাচ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়াও এখন সম্ভব নয়। ফলে সম্প্রচার কীভাবে হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। ম্যাচ সরাসরি দেখানো নিয়ে সমস্যা ও মাঠের খারাপ হাল নিয়ে ইতিমধ্যেই ফেডারেশনকে চিঠি দিয়েছে লাল-হলুদ ক্লাব। চাপের মধ্যে পড়ে, ফেডারেশন জানিয়ে দিয়েছে, টিভিতে ইস্টবেঙ্গল বনাম ডেম্পো ম্যাচ দেখা না গেলেও, লাইভ স্ট্রিমিং হবে।
তবে অস্কার এসবের মধ্যেও জানান, ‘দলের মেজাজ ইতিবাচক। দল সুপার কাপ জিতে এএফসিতে খেলার ছাড়পত্র পাওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডে ভাল খেলেছি। দলে একাধিক পরিবর্তন হয়েছে। নতুনদের আমাদের প্লেয়িং স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। আমরা আবার দেশের সেরা ক্লাগুলোর সঙ্গে লড়াই করতে প্রস্তুত।’
