প্রতিষ্ঠা দিবসে ডার্বি জয়ের ফুটবলারদের সংবর্ধনা, অস্কারদের মুখে ‘জয় ইস্টবেঙ্গল’

0




প্রতিষ্ঠা দিবসে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলের। আর তা শুরু হল কলকাতা লিগে ডার্বি জয় দিয়েই। সপ্তাহ ঘোরেনি। তার আগেই মঞ্চে ডার্বিজয়ীদের সংবর্ধিত করল লাল হলুদ। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে হাজির ছিলেন কোচ অস্কার ব্রুজো সহ গোটা দল। তাদেরকেও সংবর্ধিত করা হয়। ছিলেন বিনো জর্জও। মোহনবাগান দিবসের মতই ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে একেবারে চাঁদের হাট।

উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার। এছাড়াও ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া সহ ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। এ বছর ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পেলেন কিংবদন্তি হকি তারকা পি আর শ্রীজেশ।

ইস্টবেঙ্গল দিবসের মঞ্চে হকি তারকাকে জার্সি পরিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম। তাঁকে মিষ্টিমুখও করান ক্রীড়ামন্ত্রী। ভারত গৌরব সম্মান পেয়ে আপ্লুত শ্রীজেশ বলেন, ‘আমি অনেকটা ধোনি ও কোহলির মিশ্রণ। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও কিছুটা প্রভাব আছে। লর্ডসে দাদার জার্সি ঘোরানোর মুহূর্ত আজও মনে আছে।

অধিনায়ক হিসেবে অনেক সময় আগ্রাসী হতে হয়। আবার কখনও কখনও পরিস্থিতি বুঝে ধোনির মতো মাথা ঠান্ডা রাখতে হয়।’  ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবসে ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হলো প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ মিত্র, মিহির বসুকে।

‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়’ এর সম্মানে সম্মানিত করা হয় পিভি বিষ্ণুকে। ‘বছরের সেরা ফুটবলার’ সম্মান পান শৌভিক চক্রবর্তী এবং সৌম্যা গুগুলথ। বর্ষসেরা ক্রিকেটার হিসাবে সম্মান পান কণিষ্ক শেঠ। সেরা কোচ হিসাবে পিকে ব্যানার্জি স্মৃতি সম্মান পেলেন সঞ্জয় সেন ও অ্যান্টনি অ্যান্ড্রু। সেরা রেফারি হিসাবে সম্মান পেলেন করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু। অরূপ বিশ্বাস বলেন, ‘অন্ধকার আছে। আলোও আছে। রাতও আছে। সকালও আছে। ইস্টবেঙ্গল ক্লাবে সকালে কিন্তু সূর্য উঠেছে। ডার্বিতেই কিন্তু তার প্রমাণ হয়েছে’। তাতেই যেন জ্বলে ওঠার নতুন প্রতিজ্ঞা সারলেন লাল হলুদ ফুটবলাররা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *