অস্কারেই আস্থা, আরও ১ বছর লাল হলুদের হটসিটে স্প্যানিশ কোচ
স্পোর্টস ডেস্ক: ব্যর্থ হলেই কোচ তাড়ানোর রেওয়াজ থেকে নিজেদের অন্য পরিচয় দিল ইস্টবেঙ্গল। ট্রফি নেই মরশুমে। তবু নতুন মরশুমেও অস্কার ব্রুজোর প্রতিই আস্থা রাখল লাল হলুদ ম্যানেজমেন্ট। অস্কার ব্রুজোর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত লাল হলুদ কোচের হটসিতে থাকবেন তিনি। বৃহস্পতিবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আরও একবছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ হিসাবে থাকবেন অস্কার ব্রুজো। বলা হয়, ব্রুজোর অধীনে লাল-হলুদ ব্রিগেড এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। মাঝপথে দায়িত্ব নিয়েও আইএসএলে এক মরশুমে ইস্টবেঙ্গলকে সর্বোচ্চ পয়েন্ট এনে দিয়েছিলেন অস্কার।
সবমিলিয়ে অস্কারের পারফরম্যান্সে খুশি ক্লাব কর্তৃপক্ষ এবং ইনভেস্টররা। তাই একবছরের জন্য বাড়ানো হল কোচের মেয়াদ। ইমামি গ্রুপের কর্তা বিভাস আগরওয়াল বলেন, ‘কোচ অস্কার দলে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। ওর হাত ধরেই আমরা খেতাবের লক্ষ্যে ঝাঁপাতে চাই’। গতবছর মাঝ মরশুমে দলের সঙ্গে যোগ দেন ব্রুজো। আইএসএলের প্রথম তিনটে ম্যাচে হারের পর ইস্টবেঙ্গলের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ। ডার্বিতে হাতেখড়ি হয়। তাঁর কোচিংয়ে একটা সময় সুপার সিক্সের দৌড়ে ঢুকে পড়ে ইস্টবেঙ্গল। যদিও তাঁরা ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট অর্জন করে শেষ পর্যন্ত নবম স্থানে শেষ করে। অস্কারের হার না মানা জেদ ও মনোভাবের কথা মাথায় রেখেই মরশুম শুরুর আগেই তাঁর কাছে প্রস্তাব চলে গেছিল ইস্টবেঙ্গলের।
সেই মতো আগামী মরশুমেও ইস্টবেঙ্গলের কোচ হিসেবেই থাকার জন্য চুক্তিপত্রে সই করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। অস্কার বলেন, ‘আরও একটা মরশুম ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকতে পেরে উচ্ছ্বসিত। আগের বছর মন্থর শুরুর পর চ্যালেঞ্জিং হয়েছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। এবার দলে উইনিং মানসিকতা আনতে হবে। ক্লাবের সমর্থকদের বিশ্বাস ফেরাতে হবে।’ প্রসঙ্গত, চুক্তি নবীকরণ হওয়ার আগেই অবশ্য পরের মরশুমের দলগঠনের কাজ শুরু করে দিয়েছিলেন লাল-হলুদ হেডকোচ। বিদেশি ফুটবলারও তিনিই বেছে নেবেন। তারসঙ্গে এই নিয়ে আলোচনাও হয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের।