ইডেন টেস্টে কতজন স্পিনার? ধ্রুব-ঋষভের মধ্যে কে! কেমন হবে ভারতের একাদশ?
শীতের ঠান্ডা আমেজ বাড়ছে কলকাতায়। রোদ্দুরে খেলা দেখার আমেজে ভাসছে ক্রিকেটপ্রেমীরা। মহমেডান স্পোর্টিং চত্বরে টিকিট নিতে লম্বা লাইন। দীর্ঘ ৬ বছর পর বসছে ক্রিকেট নম্দনকাননে টেস্টের আসর।

শুক্রবার থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। চনমনে টিম ইন্ডিয়া। তরুণ শুভমনের নেতৃত্বে প্রোচিয়াদের বিরুদ্ধে তৈরি হচ্ছেন তারকারা। কেমন হবে একাদশ তা নিয়ে চর্চা চলছে। বিশেষ করে এ বার চোট সারিয়ে দীর্ঘদিন পর ফিরছেন পন্থ। অন্যদিকে দুরন্ত ফর্মে জুরেল। তবে কি একাদশে দুই উইকেটকিপারকেই দেখা যাবে? জল্পনা অবশ্য দু’দিন আগেই থামিয়ে দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। নিজেই জানিয়ে দিলেন, ‘ধ্রুব ও ঋষভকে একসঙ্গে না-খেলানো হলে আমি নিজেই অবাক হব৷’ ফলে সব কিছু ঠিকঠাক চললে ইডেনে একসঙ্গে খেলানো হতে পারে ঋষভ পন্থ ও ধ্রুব জুরেলকে। দুশখাতে আরও বলেন, ‘সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার মনে হয় না জুরেলকে এই টেস্ট থেকে বাদ দেওয়া সম্ভব। তবে ১১ জনের বেশি বাছা যাবে না। তাই কাউকে না কাউকে বাদ যেতেই হবে।’

শুক্রবার থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। চনমনে টিম ইন্ডিয়া। তরুণ শুভমনের নেতৃত্বে প্রোচিয়াদের বিরুদ্ধে তৈরি হচ্ছেন তারকারা। কেমন হবে একাদশ তা নিয়ে চর্চা চলছে। বিশেষ করে এ বার চোট সারিয়ে দীর্ঘদিন পর ফিরছেন পন্থ। অন্যদিকে দুরন্ত ফর্মে জুরেল। তবে কি একাদশে দুই উইকেটকিপারকেই দেখা যাবে? জল্পনা অবশ্য দু’দিন আগেই থামিয়ে দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। নিজেই জানিয়ে দিলেন, ‘ধ্রুব ও ঋষভকে একসঙ্গে না-খেলানো হলে আমি নিজেই অবাক হব৷’ ফলে সব কিছু ঠিকঠাক চললে ইডেনে একসঙ্গে খেলানো হতে পারে ঋষভ পন্থ ও ধ্রুব জুরেলকে। দুশখাতে আরও বলেন, ‘সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার মনে হয় না জুরেলকে এই টেস্ট থেকে বাদ দেওয়া সম্ভব। তবে ১১ জনের বেশি বাছা যাবে না। তাই কাউকে না কাউকে বাদ যেতেই হবে।’

কেমন পিচ হবে তা নিয়েও চর্চার শেষ নেই। অন্দরের খবর, গৌতম গম্ভীর স্পিনটাই চাইছেন। তেমন পিচই কি পাবেন তিনি? পেলে, কারা থাকবেন একাদশে? জানা গেছে, ইডেনে ঘূর্ণি পিচের বন্দোবস্ত করা হয়েছে। দলে একাধিক স্পিনার রয়েছেন। তালিকায় কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। কাকে ছেড়ে কাকে খেলানো হবে? সে উত্তরও দিয়েছেন দুশখাতে। বলেছেন, ‘ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাকে খেলানো মানে তিনজন ব্যাটারকেও পেয়ে যাব আমরা৷ ফলে অনেক বেশি বিকল্প আমাদের হাতে থাকবে’।

ফলে, অলরাউন্ডার স্পিনারের জোর দিচ্ছে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে স্পেশালিস্ট হয়েও একাদশের বাইরে থাকার সম্ভাবনাই বেশি কুলদীপ যাদবের।পন্থ ঢোকায় কোপ পড়ল নীতীশ কুমার রেড্ডির ওপর। কারণ তাঁর পরিবর্তে পন্থ ঢুকতে পারেন। এই কারণেই নীতীশ কুমার রেড্ডিকে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে খেলবেন নীতীশ রেড্ডি। অন্যদিকে কুলদীপের পরিবর্তে খেলানো হতে পারে অক্ষর প্যাটেলকে।
