ছবির শুটিংয়ের মাঝেই অসুখে আক্রান্ত অভিনেতা, কী হয়েছে ইমরান হাশমির?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছবির শুটিং করছিলেন, তার মাঝেই হঠাৎ অসুস্থ ইমরান হাশমি। কী হয়েছে অভিনেতার? একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অভিনেতা।

পবন কল্যাণের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘ওজি’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন ইমরান। এমন সময়তেই ডেঙ্গি থাবা বসায় শরীরে। শোনা যাচ্ছে, এই মুহূর্তে আর ছবির শুটিং চালাতে পারবেন না তিনি। সুস্থ হয়ে ওঠার জন্য সাময়িক ছুটি চান অভিনেতা। তারপরেই শুরু হবে বাকি অংশের শুটিং।

জানা যাচ্ছে, মুম্বইয়ের গুরগাঁওয়ে শুটিং করার সময়তেই হঠাৎই অসুস্থবোধ করতে থাকেন ইমরান। সেই ছবির প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠসূত্র ইমরানের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবরে সিলমোহর বসিয়েছেন।

‘ওজি’ ছবির হাত ধরে তেলুগু ছবিরতে জগতে অভিষেক হওয়ার কথা ইমরানের। যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। আপাতত ইমরানের অসুস্থতার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে শুটিং। নির্মাতারা অপেক্ষা করে রয়েছেন ফের শুটিং শুরু করার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *