৩০০ রান টপকে টি২০ ক্রিকেটে মহাপ্রলয়। রেকর্ড বইয়ে ইংল্যান্ডের নতুন রেকর্ড, অবাক বিশ্ব

0

স্পোর্টস ডেস্ক: ৩০৪ রান! তাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংরেজ ব্যাটাররা তাণ্ডবলীলায় মত্ত্ব হলেন বাইশ গজে। জশ বাটলার থেকে শুরু, ফিল সল্টের হাতে লেখা হল নব্য ইতিহাস। টেস্ট খেলুড়ে দুই দেশের লড়াইয়ে এবারই প্রথম টি-টোয়েন্টিতে হল ৩০০ রান। অবিশ্বাস্যভাবে ২ উইকেটে ৩০৪ রান তুলেছে ইংল্যান্ড। এতে তছনছ হয়ে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বই।

এক নজরে দেখা যাক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কী কী রেকর্ড গড়লো ইংল্যান্ড
৩০৪
ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ এবং টি২০ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলের রান। এর আগে গাম্বিয়ার বিপক্ষে ২০২৪ সালে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবোয়ে। যা বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের স্কোর হিসেবে বহাল আছে। আর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ নেপালের, ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান। তবে পূর্ণাঙ্গ দুই দেশের লড়াইয়ে এটাই সর্বোচ্চ। এর আগে বাংলারদেশের বিরুদ্ধে ভারত তুলেছিল ২৯৭ রান।
১৪১
এই ম্যাচে ৬০ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ফিল সল্ট, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সল্টের করা ১১৯ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন সল্ট।

সল্টের করা ১৪১ রানের ইনিংসটি টি২০ ইতিহাসের ৭তম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে এত বড় ব্যক্তিগত ইনিংস খেলতে পারেননি কেউ।
২২৮
প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটাররা শুধু বাউন্ডারি থেকেই তুলেছেন ২২৮ রান, যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে গাম্বিয়ার বিপক্ষে ২৮২ রান তুলেছিল জিম্বাবোয়ে, যা এই রেকর্ড বইয়ের শীর্ষে রয়েছে।
৪৮
ইংল্যান্ডের ব্যাটাররা মোট ৩০ চার ও ১৮ ছক্কা হাঁকান। অর্থাৎ এই ম্যাচে বাউন্ডারি হয় ৪৮টি, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ডটি শুধু জিম্বাবোয়ের। তারা এক ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছিল ৫৭টি (৩০ চার ও ২৭ ছক্কা)।
১৪৬
দক্ষিণ আফ্রিকাকে ১৪৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। যা টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বড় হার।

দক্ষিণ আফ্রিকার তিন বোলার ষাটোর্ধ্ব রান খরচ করেছেন- কাগিসো রাবাদা (৭০), মার্কো জানসেন (৬০), লিজাড উইলিয়ামস (৬২)। পুরুষদের টি-টোয়েন্টিতে এক ইনিংসে তিন বোলারের ৬০+ রান দেওয়ার প্রথম নজির।
৭০
রাবাদা ৪ ওভারে খরচ করেন ৭০ রান। যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান খরচের রেকর্ড। এর আগে কাইল অ্যাবট ৬৮ রান দিয়েছিলেন ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
১০০
ফিল সল্ট ও জস বাটলারের ঝড়ে রান পাওয়ারপ্লেতেই ১০০ রান তোলে ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবার পাওয়ারপ্লেতে তিন অঙ্কের পৌঁছয় ইংল্যান্ড। এটা ইতিহাসে সপ্তম ঘটনা।
৩৯
সল্ট ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আগের রেকর্ড ছিল লিয়াম লিভিংস্টোনের (৪২ বলে পাকিস্তানের বিপক্ষে, ২০২১ সালে)।
৪৬২
ম্যাঞ্চেস্টারে দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে ৪৬২, যা ইংল্যান্ডের মাটিতে পুরুষ টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ এবং ইতিহাসের অষ্টম সর্বোচ্চ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *