বছরশেষে খারাপ খবর! মেনিনজাইটিসে আক্রান্ত ড্যামিয়েন মার্টিন, হার্টে ব্লকেজ নিয়ে হাসপাতালে রবার্তো কার্লোস

0

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায় সঙ্কটাপন্নই বিশ্বজয়ী। অস্ট্রেলিয়ায় তাঁর প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অন্যদিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। হয়েছে অস্ত্রোপচারও। কয়েক দিন আগে ছুটিতে নিজের দেশে যান রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই ফুটবলার।সেখানেই পায়ের একটা সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে যান। পরে তার পুরো শরীরের এমআরআই করা হলে হার্টের সমস্যা ধরা পড়ে।

গত ২৬ ডিসেম্বর শারীরিক অসুস্থতা বোধ করায় কুইন্সল্যান্ডের এক হাসপাতালে ভর্তি করা হয় জোড়া বিশ্বকাপজয়ী দলের সদস্য ড্যামিয়েন মার্টিনকে। সেখানেই তাঁর মেনিনজাইটিস ধরা পড়ে।উল্লেখ্য,  অসুস্থ হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ ক্রিসমাস ইভেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন মার্টিন। হাসপাতালে ভর্তি হওয়ার পর কোমায় চলে যান তিনি। প্রাক্তন অস্ট্রেলীয় ফুটবলার ব্র্যাড হার্ডি প্রথম মার্টিনের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন।অসুস্থতার খবর নিশ্চিত করেছেন মার্টিনের আরেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও দ্রুত আরোগ্য কামনা করেছে।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২-২০০৬ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন মার্টিন। ১৪ বছরের কেরিয়ারে খেলেছেন ৬৭ টেস্ট ও ২০৮টি ওয়ানডে ম্যাচ। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভাঙা আঙুল নিয়েই অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলে ভারতকে হারাতে অস্ট্রেলিয়াকে সাহায্য করেছিলেন তিনি।
ক্রিকেটে যেমন দুঃসংবাদ, তেমন ফুটবল অনুরাগীরাও উদ্বিগ্ন। কারণ, হাসপাতালে ভর্তি ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। হার্টে ব্লকেজ ধরা পড়ায় সাও পাওলোর হাসপাতালে তাঁর অস্ত্রোপচারও করা হয়। সাধারণত এই ধরণের অস্ত্রোপচারে সময় লাগে ৪০ মিনিটের মতো। তবে জটিলতার কারণে রবার্তো কার্লোসের অস্ত্রোপচার শেষ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। জানা গেছে, শেষ পর্যন্ত সফলভাবেই তার অস্ত্রোপচার করা হয়। সবকিছু ভালোভাবে সম্পন্ন হওয়ায় রবার্তো কার্লোস এখন শঙ্কামুক্ত আছেন। ৫২ বছর বয়সি রবার্তো কার্লোস ইতিহাসের অন্যতম সেরা ফুলব্যাক হিসেবে পরিচিত। ২০০২ সালে ব্রাজিলের হয়ে তিনি বিশ্বকাপ জেতেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *