পহেলগাঁও কাণ্ডের পর নিষেধাজ্ঞা, অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে পাক তারকা ফওয়াদের ছবি!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর কতই না জলঘোলা হল! এত কিছুর পরেও ভারতে মুক্তি পাচ্ছে পাক অভিনেতা ফওয়াদ খান ও বাণী কাপুরের ছবি ‘আবির গুলাল’।
গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু বাধ সেধেছিল এপ্রিলে ঘটে যাওয়া পহেলগাঁও কাণ্ড। মর্মান্তিক এই ঘটনার পর বদলেছে ভারত ও পাকিস্তানের সম্পর্কও। পাক শিল্পীরা নিষিদ্ধ হন ভারতে। কোপ পড়ে ‘আবির গুলাল’ ছবির উপরেও। তার পরেই আটকে যায় মুক্তি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অন্যান্য জায়গায় ছবিটি মুক্তি পেলেও ভারতের প্রেক্ষাগৃহে আসবে না পাক তারকার ছবি।
১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এ বার শোনা যাচ্ছে ভারতেও মুক্তি পাবে বিতর্কিত ছবি। আগামী ২৬ সেপ্টেম্বর দেশে এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
