রশ্মিকা, উর্বশীর পর ‘লাবুবু’ প্রেমে হাবুডুবু মনামীর,গায়ে চাপালেন লাবুবু টি-শার্ট

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের পর, এ বার  টলিউডেও লাবুবু ফিভার।আলোচনায় টলিউডের মনামী ঘোষ। সম্প্রতি মুক্তি পাওয়া  ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ার শো-তে নিজের লাবুবু প্রিন্টেড টি-শার্ট পরে হাজির হন মনামি। হাসিমুখে জানান, ‘আমি এই টি-শার্ট বহু আগে কিনেছি, তখন লাবুবু ট্রেন্ডই ছিল না। তবে আজ পরার জন্য দিনটা যেন একেবারে পারফেক্ট।’

কী এই লাবুবু? হংকংয়ের শিল্পী কাসিং লুংয়ের সৃষ্টি এই পুতুলটি তার অদ্ভুতুরে, চোখ ধাঁধানো আর রহস্যময় হাসির জন্য দ্রুতই পরিচিতি পেয়েছে। এর খরগোশের মতো কান, বড় বড় চোখ আর এক অদ্ভুত হাসি – সব মিলিয়ে এক অন্যরকম আকর্ষণ। এটি এখন শুধু খেলনা বা ঘর সাজানোর জিনিস  নয়, ফ্যাশনের এক নতুন ভাষা। বলিউড এ রশ্মিকা মন্দন্না থেকে অনন্যা পান্ডে , হলিউডের রিহানা, লিসা, কিম কারদাশিয়ান – কার ব্যাগে নেই এই লাবুবু? এমনকি উর্বশী রাউতেলা তো উইম্বলডন ২০২৫-এর সেমিফাইনালে তাঁর হার্মেস বিরকিন ব্যাগের সাথে চারটি লাবুবু ডল ঝুলিয়ে রীতিমতো ইন্টারনেট সেনসেশন তৈরি করেছেন। মনে হচ্ছে, লাবুবু এখন সেলিব্রিটিদের নতুন স্ট্যাটাস সিম্বল। লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এর বিরল সংস্করণ! এই ‘ব্লাইন্ড বক্স’-এর উন্মাদনা এমন, যে একটি পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াচ্ছেন অনেকে, এমনকি হাতাহাতিও হচ্ছে।

টলিউডের মনামী ঘোষ বরাবরই নিজের ফ্যাশন সেন্স দিয়ে সবার থেকে এগিয়ে। ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে লাবুবু টি-শার্ট পরে তিনি বুঝিয়ে দিলেন, তিনি ট্রেন্ড তৈরি করেন, ট্রেন্ডের পিছু ছোটেন না। মনামী স্পষ্ট জানালেন, এই টি-শার্ট তার কাছে অনেক দিন ধরেই ছিল, যখন লাবুবু এত জনপ্রিয় হয়নি। এখন যখন চারদিকে এর এত রমরমা, তখন এটাই তো সঠিক সময় এটি পরার!

মনামী ঘোষ মানেই ফ্যাশনে এক নতুন ধারা। তাঁর পোশাক নির্বাচন, রঙের ব্যবহার, আর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তাঁকে অন্যদের থেকে আলাদা করে। তিনি শাড়িতে যেমন তিনি লাবণ্যময়ী , তেমনই ওয়েস্টার্ন পোশাকেও সাবলীল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *