‘ভেবেছিলাম এক-দু’টো ছবি করেই ফিরে আসবে’, বলিউডে সফল হবেন না শাহরুখ, ভেবেছিলেন গৌরী!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বছর ঘুরে আবারও গৌরী খানের জন্মদিন। শাহরুখ খানের জীবনের সঙ্গিনী, রেড চিলিজের অন্যতম কর্ণধার, আর বলিউডের প্রিয় ডিজাইনার, সবটুকু তিনি একসঙ্গে। পাশাপাশি তিনি তিন সন্তানের মা ও বটে। একাধারে তাঁর বহু রূপ। চলতি বছরের ৮ অক্টোবর ছিল তাঁর জন্মদিন, ৫৫ বছরে পা দিলেন তিনি। 

সম্প্রত্তি তাঁর দেওয়া খানিক পুরনো একটি সাক্ষাৎকার ফের চর্চায়। একসময় গৌরীই নাকি ভাবতেন, শাহরুখ ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না! ‘রঁদেভ্যু উইথ সীমি গারেওয়াল’-এর এক পুরনো পর্বে অকপট গৌরী বলেছিলেন, “ভাবিনি ও থাকবে ইন্ডাস্ট্রিতে। এক-দু’টো ছবি করবে, তারপর ফিরে আসবে দিল্লি। আমি তো ভাবতাম, পুরো ব্যাপারটাই বাজে, ‘ফালতু’ মনে হয়েছিল।” তখন শাহরুখ সদ্য টেলিভিশন থেকে বড়পর্দায় পা রেখেছেন, বড়পর্দায় নতুন মুখ—‘ফৌজি’, ‘সার্কাস’ দিয়ে টেলিভিশনে নাম করে সদ্য সিনেমার জগতে পা রেখেছেন। হেমা মালিনীর ‘দিল আশনা হ্যায়’ ছিল তাঁর প্রথম প্রজেক্ট, যদিও মুক্তি পায় ‘দেওয়ানা’। আর সেই ছবিই পালটে দেয় গল্পের মোড়।

তারপর থেকে ইতিহাস। তিন দশক পেরিয়ে আজ শাহরুখ খান শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম বড় নাম। গৌরীও নিজের জায়গায় এক অনন্য প্রতীক—একাধারে প্রযোজক, উদ্যোক্তা, ডিজ়াইনার। ২০০৪ থেকে রেড চিলিজ়ের সাফল্যের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। ২০২৩-এ ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙা সাফল্যে আবারও সামনে এসেছে তাঁর নাম।

বিয়ে ১৯৯১ সালে। সেই পথচলা আজও চলছে। একদিকে যেমন শাহরুখ ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়ে চলেছেন, তেমনই গৌরীও ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজক হিসেবে নিজের জায়গা পাকা করেছেন। পাশাপাশি তিনি ইন্টিরিয়র ডিজাইনিংয়েও নিজের পরিচিতি তৈরি করেছেন এবং তাঁর সৃজনশীল সফরের এক ঝলক নিয়ে লিখেছেন বই—’মাই লাইফ ইন ডিজাইন’। অন্যদিকে, আরিয়ান এবং সুহানা নিজেদের কেরিয়ার শুরু করেছেন, আর ছোট আব্রামও রয়েছে তাঁদের সঙ্গে।

গৌরী একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর জীবন শাহরুখ এবং সন্তানদের নিয়েই। বাইরের জগৎ যতই প্রশংসা করুক, তাঁর কাছে শাহরুখ হলেন সেই মানুষটি—শ্রেষ্ঠ স্বামী ও বাবা, যাঁর প্রতি তাঁর ভালবাসা ‘মান্নত’-এর চার দেওয়ালের ভেতরেই সুরক্ষিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *