দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সুখবর রণদীপ হুডার, খুব শীঘ্রই ২ থেকে ৩ হতে চলেছেন তারকা দম্পতি 

0

বছর দুয়েক আগেই চার হাত এক হয়েছিল বলিউড তারকা রণদীপ হুডা-লিন লৈশরামের। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনই ভক্তদের সুখবর জানালেন তাঁরা। তাঁদের বিবাহিত জীবন যেমন দুই থেকে তিনে পা দিল, তেমনই তাদের পরিবারও দুই থেকে তিন সদস্য হতে চলেছে। শীঘ্রই মা-বাবা হতে চলেছেন যে তাঁরা। সমাজ মাধ্যমে রণদীপ স্ত্রী লিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর দিয়েছেন। এই ছবিতে দুজনকে জঙ্গলে ক্যাম্পফায়ারের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘‘দু’বছরের ভালোবাসা, রোমাঞ্চ, আর এখন… আসছে এক ছোট্ট ওয়াইল্ড।’’ দম্পতির এই পোস্ট দেখার পর ভক্ত থেকে শুরু করে তারকারা তাঁদের অভিনন্দন জানাচ্ছেন।

দীপাবলিতেই রণদীপ-লিন যেসব ছবি শেয়ার করেছিলেন, তখনই সেই ছবি দেখে জল্পনা ছড়িয়ে যায় ঘর আলো করে রণদীপের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও তখন অবশ্য এই নিয়ে মুখ খোলেননি তারকা দম্পতির কেউই।

লিন-রণদীপ বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসেন।ফিল্মি প্রচার ব্যতীত তারকাদম্পতির ঝলক একসঙ্গে পাওয়া প্রায় ‘অমাবস্যার চাঁদে’র মতোই। অবশেষে বিশেষ দিনেই সুখবর দিলেন তাঁরা।
হরিয়ানার জাট রণদীপ হুডা এবং মণিপুরের মেয়ে লিন লৈশরামের প্রেম অবশ্য দীর্ঘদিনের। নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ, মোটলিতে লিনের সাথে রণদীপের দেখা হয় হয়, সেই থেকে বন্ধুত্ব-প্রেম। দীর্ঘ বছর অনেক বাধাবিপত্তি পেরিয়ে ২০২৩ সালে মণিপুরের ইম্ফলে বিয়ে করেন তাঁরা। অভিনেতার জন্মস্থান ভারতের হরিয়ানাতে।মণিপুরী এবং হরিয়ানার সংস্কৃতি একেবারে আলাদা।এক সাক্ষাৎকারে রণদীপ বলেন, ‘‘হরিয়ানিরা একটু কর্কশ, মণিপুরী সংস্কৃতি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ।’’ তবে ব্যক্তিগত সম্পর্ক কখনই ফলাও করে বলেননি কেউই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *