গুরমীত-দেবিনার সংসারে বড়সড় অঘটন! বাড়িতে নতুন সদস্য আনাই কি কাল হল তারকাদম্পতির?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টেলিভিশন দুনিয়ার বেশ পরিচিত মুখ গুরমীত চৌধুরি এবং দেবিকা বন্দ্যোপাধ্যায়। একাধিক রিয়্যালিটি শোয়ে জুটিতে দেখা মিলেছে তারকাদম্পতির। সমাজমাধ্যমেও বেশ সক্রিয় তাঁরা। প্রতিনিয়তই দুই কন্যার সঙ্গে নানা আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন গুরমীত এবং দেবিনা। এর মাঝে হঠাৎই ঘটে গেল অঘটন।
দিনে দুপুরে চুরি হয়েছে তারকাদম্পতির বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় গুরমীত নিজেই জানিয়েছেন এই ঘটনার কথা। তিনি জানিয়েছেন যে, তাঁদের বাড়ির কাজে সাহায্য করার জন্য নতুন এক সহকারী এসেছিলেন। তিনিই এই কাজটি করেছেন।

অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘বাড়ির কাজে সাহায্য করার জন্য আমাদের একজন নতুন সহকারী এসেছিলেন। তিনিই এই কাণ্ড ঘটিয়েছেন। চুরি করার পর তিনি পালিয়ে যান।’
দুই মেয়েকে নিয়ে এখন সুখের সংসার দেবিনা আর গুরমীতের। দুই কন্যা, লিয়ানা এবং দিবিশাকে প্রায় সময়তেই দেখা যায় ভিডিয়োতে। অভিনেতা তাও স্বস্তিতে রয়েছেন যে এই দুর্ঘটনায় কোনও ক্ষতি হয়নি তাদের। গুরমীত লেখেন, ‘আমাদের সৌভাগ্য যে, আমাদের দুই সন্তান সুরক্ষিত রয়েছে। ভাগ্যিস আমি সেইসময় ওদের কাছে ছিলাম। আমরা সবাই সুস্থ আছি। আপনারাও সতর্ক থাকবেন নিজেদের বাড়িতে কাউকে কাজে নেওয়ার আগে।’