করবা চৌথে ভালবাসার নতুন সংজ্ঞা, ‘দেবী’ হিনার পা ছুঁয়ে প্রণাম করলেন স্বামী রকি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: জীবনের লড়াই পেরিয়ে, এ বার যেন সত্যিই উৎসবের আলোয় ভরে উঠল হিনা খানের দিন। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, যাঁর ক্যানসারের বিরুদ্ধে লড়াই দেখে অনেকে সাহস পেয়েছেন, হিনা খান এ বার উদ্যাপন করলেন জীবনের আরেকটি পর্ব— বিয়ের পরে প্রথম করবা চৌথ, স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে।

ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। ফের কাজ শুরু করেছেন। পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও এক পা বাড়িয়েছেন তিনি। সদ্য কয়েক মাস আগেই আইনি বিয়ে সেরেছেন তাঁরা। হিনা যখন স্তন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন, কেমোথেরাপির কারণে মাথার চুল ঝরে গিয়েছিল, সেই সময়ে রকি কিন্তু ছিলেন তাঁর পাশে এক অটুট খুঁটি। শুধুমাত্র হিনাকে সাহস যোগানোর জন্য নিজের মাথাও কামিয়ে ফেলেছিলেন রকি। এমন নিঃস্বার্থ ভালবাসার মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া হিনার কাছে ছিল যেন নিয়তিরই বিধান।
রীতি রয়েছে, করবা চৌথে সারাদিন উপোস করেন স্ত্রী-রা। তারপরে চাঁদ দেখেন আর তারপরে স্বামীর মুখ। পা ছুঁয়ে প্রণাম করেন স্বামীর। তারপরে স্বামীর হাতের জল ও খাবার খেয়ে উপবাস ভাঙেন।
লাল সালোয়ার স্যুটে, তাঁর সিঁথিতে সিঁদুর, হাতে মেহেন্দি। পাশে রকি জয়সওয়াল। সমাজমাধ্যমে দুজনেই ভাগ করে নিয়েছেন তাঁদের কিছু ছবি। ছবিতে দেখা গেল, হিনার পা ছুঁয়ে প্রণাম করছেন স্বামী। যেন প্রথার উল্টোদিকে গিয়েও এক নতুন সম্মানের পাঠ। প্রেমে, শ্রদ্ধায় আর সমানতার বার্তায় ভরা মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস ভরে উঠল নেটদুনিয়া।
হিনা লিখেছেন, ‘যখন হৃদয় সত্যিকরের ভালবাসা খুঁজে পায়, তখন দুটো মনের মধ্যে একটা সীমাহীন সম্পর্ক তৈরি হয়। প্রত্যেক উৎসবে আমার হৃদয় কেবল একে অন্যকে ঘিরেই আবর্তিত হয়। প্রত্যেক অনুষ্ঠান, প্রত্যেকটা আনন্দ আমরা হৃদয়ের গভীর, আরও গভীর দিয়ে অনুভব করি। আমরা শুধু একে অপরের সঙ্গে ভাল থাকতে চাই আর উদযাপনের যেটুকু সুযোগ পাচ্ছি, সেইটুকু নিজেদের সবটা দিয়ে অনুভব করতে চাই। একটাকেই তো আমরা সঙ্গ বলি। সবাইকে শুভ করবা চৌথ। অনেক ভালবাসা রকি।’
পাশাপাশি, রকিও তাঁর সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে হিনাকে ‘দেবী’ বলে ডেকেছেন। লিখেছেন, ‘যেমন শিব-শক্তির মিলনে সৃষ্টি হয়েছিল বিশ্বব্রহ্মাণ্ড, তেমনই আমার জীবন সম্পূর্ণ হল হিনার উপস্থিতিতে। তিনিই সেই দেবী, যিনি আমার অস্তিত্বে আলো দিয়েছেন।’ হিনা কে ‘দেবী’র শুধু তাই নয়, রকিও এই বিশেষ দিনে হাতে মেহেন্দি করেছেন, যাতে লেখা ‘হিরো ০৪/০৬/২১২৫’।

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের সেট থেকেই শুরু হয় হিনা-রকির প্রেম। হিনা যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন, রকি ছিলেন ক্রিউ-এর প্রযোজক। ১৩ বছরেরও বেশি সময় ধরে তাঁদের সম্পর্ক ভালোবাসা এবং সাহচর্যের এক দারুণ উদাহরণ তৈরি করেছে।