‘জামাই ৪২০’ মনে করালেন হিরণ! দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল অভিনেতার, বিস্ফোরক প্রথম স্ত্রী
জামাই ৪২০। সিনেমাটা নিশ্চয়ই বাঙালি সিনেপ্রেমীদের মনে আছে! যেখানে বিজয় লুকিয়ে পালিয়ে গিয়ে জুলিকে বিয়ে করেছিল। রেজিস্ট্রি তারপর মালাবদল। সেই বিজয়ের চরিত্রে অভিনয় করা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বাস্তব জীবনেও কি সেই কাজটাই করে ফেললেন!
প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে শোনা গিয়েছিল অনেকদিনই দূরত্ব বাড়ছিল অভিনেতা ও নেতা হিরণের। প্রথম স্ত্রী অনিন্দিতা আর হিরণের এক কন্যাসন্তান রয়েছে।২২ বছরের দাম্পত্য জীবন! কিন্তু শোনা যায়নি বিচ্ছেদের কথা। এরমধ্যেই মাঘ মাসের দুপুরে হিরণ চমকে দিলেন বেনারসে হিরণ। লাল বেনারসিতে সেজে ওঠা নববধূর মাথায় হিরণ পরিয়ে দিলেন সিঁদুর! বারাণসীর ঘাটে মা গঙ্গাকে সাক্ষী রেখে মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান, আগুনকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরা, একে অপরের হাতে হাত রেখে ছবি, অভিনেতা থেকে বিজেপি নেতা ছিমছাম হলুদ রঙের পাঞ্জাবি পরা হিরণ চট্টোপাধ্যায় নিজেই সমাজ মাধ্যমে দিয়েছেন সেই ছবি। তা যেন মুহূর্তেই ভাইরাল!
প্রথমটায় অবশ্য হিরণ এই ছবি দেওয়ার পরপরই তা সমাজ মাধ্যম থেকে মুছেও দেন। এরপরই জল্পনা আরও বাড়তে থাকে। কিন্তু হিরণ ফের একই ছবি আবারও আপলোড করেন। আচমকা বিয়ে! নেটনাগরিকরা রীতিমতো বিস্মিত! অনেকে শুভেচ্ছা জানিয়েছেন যেমন নব দম্পতিকে, অনেকে আবার সমালোচনাও করেছেন প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করে ফেলায়! নেতা হিরণের জেলযাত্রাও অনেকে নিশ্চিত মনে করছেন। অনেকে মনে করছেন এ বার সুখে ঘর সংসার করতে পারবেন হিরণ।
হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখেই মুখ খুলেছেন প্রথম স্ত্রী অনিন্দিতাও। সমাজ মাধ্যমেই তিনি জানিয়েছেন, ‘আমার নাম অনিন্দিতা চট্টোপাধ্যায়। আমার স্বামীর নাম হিরন্ময় চট্টোপাধ্যায়। আমাদের ২০০০ সালের ১১ ডিসেম্বর বিয়ে হয়েছিল। হিসেব মতো ২৫ সালে আমাদের ২৫ বছর পূর্ণ হয়ে গেছে। আর আমাদের একটা মেয়ে আছে, ১৯ বছর বয়সী। নিয়াশা চ্যাটার্জি।আমার এ’টুকুই বলার’। এরপরই আডিশন তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, ‘আমাদের কোনও ডিভোর্স হয়নি। আমরা তো হিন্দু, মুসলিম নাকি! হিরণ অনেকদিন ধরেই মানসিক অত্যাচার করত।’
সবমিলিয়ে ধোঁয়াশা বেড়েছে, যা নিয়ে নেতা ও অভিনেতা হিরণ অবশ্য কোনও মন্তব্য করেননি।
জানা গেছে, হিরণের সদ্য বিবাহিত স্ত্রীর নাম ঋতিকা গিরি। ২০২২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।জাতীয় স্তরের যোগাতে গোল্ড মেডেলিস্টও ঋতিকা। তিনি মডেলও। তাঁরা যে সম্পর্কের মধ্যে ছিলেন, সে কথাও খুব বেশি প্রকাশ্যে আসেনি। অনেকেই মনে করছেন তৃতীয় ব্যক্তির জন্যই দূরত্ব বেড়েছিল অনিন্দিতা-হিরণের।জল্পনাকে সত্যি করেই দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ চট্টোপাধ্যায়।
কিন্তু সত্যি বা মিথ্যে বা ঘটনাই বা কী, হিরণ তা নিয়ে না জানানোয় সবই কেমন যেন ধোঁয়াশায় পরিণত হয়েছে। আপাতত দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত নেটিজেনরা।
