আবার দেখা, আবার চিনের বিরুদ্ধে জয়, এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

0

স্পোর্টস ডেস্ক: আবার দেখা। আবার জয়। চিনকে বিধ্বস্ত করেই ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল ভারত। রাজগীরে এশিয়া কাপ হকিতে সুপার ফোরে ভারত চিনকে ৭ গোলের মালা পরাল। খেলার ফল ৭-০। এর আগে গ্রুপ পর্বে চিনকে ৪-৩ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। ভারতের হয়ে অভিষেক দুটি গোল করেছেন, সুখজিত সিং, রাজকুমার পাল, মনদীপ সিং, দিলপ্রিত সিং ও শিলানন্দ লাকরা একটি করে গোল করেছেন। ভারত রবিবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়।

সুপার ফোরে আগের ম্যাচেই মালয়েশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর এদিন হরমনপ্রীতদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। খেলার শুরুতে সহজ সুযোগ মিস করেন মনদীপ। যদিও ৪ মিনিটের মাথায় জার্মনপ্রীতের পাস থেকে শিলানন্দ লাকরার গোলে এগিয়ে যায় ভারত। প্রথম কোয়ার্টারেই আরও এক গোল করে ভারত। ৮ মিনিটে দিলপ্রীত ২-০ ব্যবধানে এগিয়ে দেন ভারতকে।

দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণ জারি থাকে হরমনপ্রীতদের। ১৮ মিনিটের মাথায় গোল করে ভারতকে ৩-০ গোলে এগিয়ে দেন মনদীপ সিং।তারপর গোল বৃষ্টি জারি থাকে। ৩৭ মিনিটের মাথায় রাজকুমার ও ৩৯ মিনিটের মাথায় সুখজিতের গোলে ৫-০ তে এগিয়ে যায় ভারত। শেষ কোয়ার্টারে জোড়া গোল করেন অভিষেক। ৪৬ মিনিট ও ৪৯ মিনিটের মাথায় ম্যাচের শেষ দুটো গোল তিনিই করেন। ৪৬ এবং ৪৯ মিনিটে ষষ্ঠ এবং সপ্তম গোল করেন অভিষেক। শেষ পর্যন্ত ৭-০ গোলে চিনকে হারায় ভারত। এই জয়েই ভারতের কাছে খুলে যায় ফাইনালের দরজা। এই নিয়ে ৯ বার এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারত। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে শুধু এশিয়া কাপ জয়ই নয়, নিশ্চিত হয়ে যাবে সরাসরি হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *