অনিশ্চয়তা বাড়ছে মেসির মতো জকোভিচেরও, এভাবে আর কতদিন?
স্পোর্টস ডেস্ক: বয়স ৩৮ বছর। লিওনেল মেসি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি পরের বিশ্বকাপটা আর খেলবেন কিনা! ঠিক তেমনই নোভাক জকোভিচ। এখনও ঠিক করেননি পরের ইউএস ওপনটা আর খেলতে পারবেন কিনা! দুই খেলাতেই বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে দুই কিংবদন্তির কাছে। দু’জনেরই মন চাইছে খেলতে, কিন্তু শরীর যেন সায় দিচ্ছে না কিছুতেই। তরুণ তুর্কীদের সঙ্গে যেন কিছুতেই আর শেষপর্যন্ত শেষটা করে উঠতে পারছেন না সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
এবারের ইউএস ওপেনেও পারেননি। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের কাছে ইউএস ওপেনের সেমিফাইনালে সরাসরি সেটে উড়ে যান ৩৮ বছর বয়সী জকোভিচ। ফলে জকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও বাড়ল।ভাবা যায়, ২০২৩ সালে ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জকোভিচ। এরপরও এখনই হাল ছাড়তে নারাজ জকোভিচ; পাশাপাশি অবশ্য বলেছেন অনিশ্চয়তার কথাও। সেমিফাইনালে হারের পর সার্বিয়ান এই মহাতারকা বলেছেন, ‘আমি এখনো গ্র্যান্ড স্লামে খেলতে চাই, আগামী বছরও পুরো মরসুম খেলতে চাই। তা হবে কি না, সেটাই এখন দেখার বিষয়’। একপেশে জয়ই তুলে নিয়ে ফাইনালের টিকিট পেয়ে যান আলকারাজ। ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনারকে।
এই নিয়ে টানা পঞ্চম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন সিনার। ওপেন যুগে রড লেভার (১৯৬৯), রজার ফেডেরার (২০০৬, ২০০৭, ২০০৯) ও জকোভিচের (২০১৫, ২০২১, ২০২৩) পর চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে এক মরসুমে সবগুলো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তিনি। এই তালিকায় সর্বকনিষ্ঠও ২৪ বছর বয়সী সিনার। সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্লামের মধ্যে সিনার জিতেছেন চারটি, বাকি তিনটি জিতেছেন আলকারাজ। সময়ের সেরা দুই তারকার একজনের কাছে যাচ্ছে ২০২৫ এর শেষ গ্র্যান্ড স্লামটি। জানা গেছে, এই ফাইনাল দেখতে কোর্টে হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৫ সালে ট্রাম্পকে দেখা গিয়েছিল ইউএস ওপেন ফাইনালে।
