হাতে চ্যানেল, চোখে মুখে ক্লান্তি, হাসপাতালে কী ভাবে সময় কাটছে জীতুর?
দু’দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা জীতু কমল। কী হয়েছে? এখনও সঠিক ভাবে কিছুই জানা যায়নি৷ ইতিমধ্যেই নায়ককে মিস করছে দর্শক৷ সকলের মনে প্রশ্ন কবে শুটিং সেটে ফিরবেন অভিনেতা? এক দিকে দর্শক ব্যস্ত এই উত্তর জানতে। অন্য দিকে হাসপাতালে কী ভাবে সময় কাটছে জীতুর? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে৷

যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে রোগীর পোশাক পরে শুয়ে রয়েছেন অভিনেতা৷ হাতে চ্যানেল করা। চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট৷ সামনে চলছে টেলিভিশন৷ নিজের অভিনীত ধারাবাহিক দেখতেই ব্যস্ত তিনি৷ জীতুকে প্রশ্ন করা হয়েছিল কবে ফিরবেন শুটিংয়ে৷ হাতের চ্যানেলের দিকে ইশারা করে জানিয়েছেন জানা নেই কবে ফিরবেন পুরনো ছন্দে৷
জীতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়া মাত্র উদ্বিগ্ন হয়ে পড়ে অনুরাগীরা৷ চিন্তাপ্রকাশ করেন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় থেকে অনেকেই৷ সমাজমাধ্যমে নায়িকা লেখেন, “প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও দুশ্চিন্তা প্রকাশ করেছেন জীতুর জন্য। তাঁকে দর্শক দেখছে কিঙ্কর চরিত্রে। জীতুর বন্ধু হিসাবেই দেখানো হচ্ছে তাঁকে। অভ্রজিৎ লেখেন, “তোর যা কাজের চাপ, তাতে একটু-আধটু শরীর খারাপ হতেই পারে। মহাদেব আছেন তো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফের ভাই ।” জীতুর কী হয়েছে? পরীক্ষার রিপোর্ট জানার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

জীতু নিজেই তার পর ফেসবুকে নিজের শারীরিক অবস্থার কথা জানান। প্রযোজকদের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন জীতু। কারণ, তাঁর অসুস্থতার কারণে শুটিং বন্ধ৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় অভিনেতা৷
