দেড়শো দিনের রক্ত জল করা খাটুনি! ‘ওয়ার ২’-এর শুটিং শেষ হতেই কিয়ারাকে নিয়ে কী লিখলেন হৃতিক?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হৃতিক রোশন এবং টাইগার শ্রফের সুপারহিট জুটি আবারও বড় পর্দায় ফিরছে ‘ওয়ার ২’ নিয়ে। ২০১৯ সালে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ওয়ার’ বক্স অফিসে বাজিমাত করেছিল। হৃতিকের ‘কবীর’ রূপ, টাইগার শ্রফের বিপরীতে সেই অ্যাকশন, সেই স্টাইল—সবকিছু মিলিয়ে ছবিটি হয়ে উঠেছিল একেবারে ‘গেম চেঞ্জার’। আর ঠিক সেখান থেকেই এবার বড় পর্দায় আগমন ‘ওয়ার ২’-এর। একই সঙ্গে এ বার যোগ দিয়েছেন জুনিয়র এনটিআর-ও। ছবির পরিচালনার চাবিকাঠি হাতে তুলে নিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অয়ন মুখোপাধ্যায়।

সম্প্রতি ছবির শুটিং শেষ করেছেন হৃতিক ও জুনিয়র এনটিআর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হৃতিক জানিয়েছেন, ১৪৯ দিন ধরে টানা শুটিং চলেছে। চোট-আঘাত, নাচ-অ্যাকশন, রক্ত-ঘাম—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সহ-অভিনেত্রী কিয়ারা আডবানীরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। অভিনেতা লেখেন, “তাঁর ‘লেথাল সাইড’ এ বার পর্দায় সবাইকে চমকে দেবে।”

জুনিয়র এনটিআরও ইনস্টাগ্রামে নিজের শুটিং শেষের অনুভূতি ভাগ করে নিয়েছেন। তিনি জানান, হৃতিকের এনার্জি তাঁকে চিরকাল মুগ্ধ করেছে। অনুরাগীরা মনে করছেন, এই ছবি কিয়ারার কর্মজীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। রোমান্টিক, ড্রামা এবং কমেডি চরিত্রে সফল হওয়ার পর এ বার একেবারে আদ্যোপান্ত অ্যাকশনের অবতারে দেখা যাবে তাঁকে। হৃতিকের ক্ষেত্রে ফের ‘কবীর’ চরিত্রে প্রত্যাবর্তন, ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছে অনুরাগীমহলে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে চলতি বছরের ১৪ আগস্ট পর্যন্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *