কলকাতার লজ্জা ঢাকল হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লিও! আপ্লুত মেসি বললেন, আবার ফিরব
শুরুটা বিতর্কে ভরা হলেও, মেসির GOAT ট্যুরের ইভেন্ট নির্বিঘ্নেই সম্পন্ন। কলকাতার লজ্জা ঢাকল হায়দরাবাদ, মুম্বই-এর পর দিল্লি। রাজধানীতেও হল জমকালো অনুষ্ঠান। মেগা ইভেন্টে মন জয় করে নিলেন লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। মেসিকে উপহার দেওয়া হল আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে মেসি, শিশুদের সঙ্গে কথা ফুটবল খেলেন ও জার্সি সই করেন। তিন ফুটবলারই মাঠ প্রদক্ষিণ করেন। জয় শাহ ভারতীয় ক্রিকেট দলের জার্সি তিন ফুটবলারকে উপহার দেন। একটি ফ্রেমবন্দী ব্যাট মেসির হাতে তুলে দেওয়া হয়।
এর পাশাপাশি আসন্ন টি -২০ বিশ্বকাপের ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচের টিকিটও তার হাতে তুলে দেন জয় শাহ। এরপর বাইচুং ভুটিয়া মেসি ও তার সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের প্রাক্তন মহিলা ফুটবলার অদিতি চৌহান তিন জন ফুটবলারকে সই করা টি – শার্ট উপহার দেন। মেসি তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।অনুষ্ঠানের শেষ পর্বে এসে আপ্লুত মেসি। দর্শকদের জন্য বলেন, ‘‘ভারত সফরের অভিজ্ঞতাটা এতটাই ভাল, কিন্তু আক্ষেপ একটাই, সময়টা বড্ড কম। গত কয়েক দিনে সবাই আমাদের জন্য যা করেছেন, তা একেবারেই অবাক করে দেওয়ার মতো। তাই আমরা সবার ভালবাসা সঙ্গে করেই ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আবার ফিরব। হয়তো কোনও একদিন ম্যাচ খেলতে, কিংবা অন্য কোনও উপলক্ষে। কিন্তু নিশ্চিতভাবেই আবার ভারত সফরে আসব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’’
শুধু সেখানেই অবশ্য সফর শেষ হয়নি মেসির। গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির পরিবারের নিজস্ব চিড়িয়াখানা রয়েছে ‘বনতারা’য়। সেখানেই যাওয়ার কথা মেসির। এই সফরের জন্য মেসির সঙ্গে ৫০ কোটি টাকার বিশেষ চুক্তি হয়েছে আম্বানিদের বলেই খবর।
