দ্বিতীয়বার মা হতেই ইলিয়ানাকে শুভেচ্ছাবার্তা বিদ্যা,প্রিয়াঙ্কার, কী নাম রাখলেন নবজাতকের?

ফের মা হলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ইলিয়ানা ও তাঁর স্বামী মাইকেল ডোলান দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর ছোট ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। এরইসঙ্গে নবজাতকের সাদা কালো ছবি সমাজমাধ্যমে শেয়ারও করেন ভক্তদের জন্য। ১৯ জুন, পৃথিবীর আলো দেখে তাঁর এবং স্বামী মাইকেল ডোলানের দ্বিতীয় সন্তান। শনিবার (২৮ জুন) সমাজমাধ্যমে পোস্টে এই খুশির খবর ভাগ করে নেন অভিনেত্রী নিজেই।অভিনেত্রী লেখেন, ‘কিয়েনু রাফে ডোনালের সঙ্গে পরিচয় করুন সবাই’।

এর আগে ২০২৩-এর আগস্টে জন্ম হয় ইলিয়ানা ও মাইকেলের প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলান-এর। তাঁরা বিয়ে করেন ওই বছরেরই মে মাসে। প্রথম গর্ভাবস্থার সময় বেশ লুকিয়ে রেখেছিলেন সঙ্গীর পরিচয়। পরে ধীরে ধীরে মাইকেলকে আনেন সকলের সামনে।আর মাত্র দু’বছরের মধ্যেই দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পেলেন ‘বরফি’ খ্যাত অভিনেত্রী। ইয়ালানা অভিনেত্রী হিসেবে বরাবরই খোলামেলা এবং বাস্তববাদী। মা হওয়ার পরেও সমাজ মাধ্যমে নিয়মিত শেয়ার করেছেন মাতৃত্বের খুঁটিনাটি মুহূর্ত-কখনও ঘুমহীন রাত, কখনও সন্তানের প্রথম হাঁটা, আবার কখনও নিজের ‘বডি চেঞ্জ’ নিয়ে আত্মবিশ্বাসী পোস্ট।অনুরাগীরা তো বটেই, বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন-প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘কংগ্রাচুলেশনস বিউটিফুল’, বিদ্যা বালান যোগ করেছেন, ‘কংগ্রাচুলেশনস এন্ড গড ব্লেস অল অফ ইউ’। এই খবর যতটা আনন্দের, ততটাই চমকপ্রদও। কারণ, কিছু সপ্তাহ আগেই ইলিয়ানা একটি বেবি বাম্পের ছবি দিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দ্বিতীয়বার মা হতে চলেছেন, কিন্তু খোলাখুলি কিছু জানাননি। তাই ২৮ জুনের ঘোষণাটি একপ্রকার নিশ্চিত আনন্দ-সারপ্রাইজ বলা যায়। এই মুহূর্তে অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও, ইলিয়ানা কিন্তু বলিউডের জনপ্রিয় মুখের তালিকায় এখনও অন্যতম। ‘দো অউর দো পিয়ার’-এর পর আপাতত নতুন কোনো প্রোজেক্টে কাজ করছেন না তিনি। এমনকি ‘রেইড ২’-এর প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন কেবলমাত্র সময়ের অভাবে। সমাজমাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইলিয়ানা জানান, ‘আমি সদ্য মা হয়েছি, এখন আমার প্রিওরিটিজ আলাদা।’ ইলিয়ানা সবশেষ ২০২৪ সালে শিরশা গুহ ঠাকুরতা নির্মিত রোমান্টিক কমেডি সিনেমা ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় অভিনয় করেছেন।
