ফের টিম গেমে সাফল্য টিম ইন্ডিয়ার, সিরিজে এগোল ভারত, চিন্তায় রাখল শুভমন- সূর্যের ফর্ম
ফের টি২০ সিরিজে এগিয়ে গেল ভারত। প্রথম ম্যাচের মতোই টিম গেম। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটে হারায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২০ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। জবাবে ৩ উইকেটে ১২০ রান তুলে ফেলে ভারত। ২-১ ব্যবধানে সিরিজ এগিয়ে গেলেও, শুভমন গিল ও সূর্যকুমার যাদবের অফফর্ম চিন্তায় রাখলই। প্রায় চাপহীন ম্যাচে শুভমন গিল ২৮ বলে ২৮ করেন। সূর্যকুমার যাদব ১১ বলে ১২ রান করে ফেরেন।
রান তাড়া করতে নেমে ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ রান তুলে শুরুটা দারুণ করেন। শুভমনের ২৮ রান দলকে আরও একটু এগিয়ে যায় ভারত। শেষদিকে তিলক বর্মা (২৫) এবং শিবম দুবে (১০) অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসকে অল্প রানে বেঁধে রাখতে বল হাতে দুটি করে উইকেট তুলে নেন ভারতের ৪ বোলার অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। বাকি দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ট্রিস্টান স্টাবসকে (৯) আউট করে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তৃতীয় টি-টোয়েন্টিতে দু’টি বদল হয় ভারতীয় দলে। জশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেলের জায়গায় খেলেন হর্ষিত রানা এবং কুলদীপ যাদব।
