ব্রুনেইকে হাফডজন গোল! স্বপ্ন দেখিয়েও মূলপর্ব অনিশ্চিত অনূর্ধ্ব ২৩ ভারতের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্বপ্ন দেখাচ্ছে অনূর্ধ্ব ২৩ দল। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে হাফডজন গোল দিল ভারত। দেশের মাঠে বা এই উপমহাদেশে ভারতীয় ফুটবল দলের আন্তর্জাতিক খেতাব জয়ের কাহিনী অনেকবারই লেখা হয়েছে। বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য এসেছিল ১৯৬২-র এশিয়ান গেমসে। দীর্ঘদিন পর দেশীয় কোচের হাত ধরেই কাফা নেশনস কাপে এসেছে ব্রোঞ্জ পদক। আর এখন স্বপ্ন দেখাচ্ছেন তাদেরই ভাইয়েরা। কাতারের দোহায় অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে অনবদ্য যেন নৌশাদ মুশার ছেলেরা।

শক্তিশালী বাহরিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাছাই পর্বের অভিযান শুরু করছিল ভারতীয় অনুর্ধ্ব ২৩ দল। মহম্মদ সুহেল ও শিবাল্ডো চিংগাংবামের গোলে ২-০ গোলে জেতে ভারত। এরপর শক্তিশালী কাতারের বিরুদ্ধে সমানে সমানে পাল্লা দেয় ভারত। ম্যাচে বিতর্কিত পেনাল্টিতে ২-১ গোলে হেরে যায় ভারত। তাই যোগ্যতা অর্জন করতে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততেই হত ভারতকে। ব্রুনেইকে ৬-০ গোলে হারিয়েও অবশ্য স্বস্তি মেলেনি। মূল পর্বে নৌশাদ মুসার ছেলেরা আদৌ সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ব্রুনেইয়ের বিরুদ্ধে গ্রুপের দুই শক্তিশালী দল বাহারিন এবং কাতার গোল করেছিল ১০ এবং ১৩। ভারতের হয়ে এদিন ভিবিন মোহনন হ্যাটট্রিক করেন। দর্শনীয় দুটি জোড়া গোল করেন মহম্মদ আইমেন ও একটি আয়ূশ ছেত্রী। ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অন্য দলের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।

যদি গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে বাহরিন কাতারকে ( দুই গোলের বেশি) হারায়, তাহলে ভারত গ্রুপে প্রথম স্থান অর্জন করবে। যদি কাতার বাহরিনের বিপক্ষে অন্তত ড্র করে, তাহলেও একটা সুযোগ থাকছে। ম্যাচে মিডফিল্ডার ভিবিন মোহনান (৫’, ৭’, ৬২’) হ্যাটট্রিক করেন, এবং মোহাম্মদ আইমেন (৮৭’, ৯০+৭’) দুটি করেন, আর আয়ুশ ছেত্রী (৪১’) একটি করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *