ম্যাচের সেরা অক্ষর! অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ সিরিজে এগোল টিম ইন্ডিয়া

0



অস্ট্রেলিয়ায় দাপট দেখিয়েই চতুর্থ ম্যাচ অনায়াসে মুঠোয় নিয়ে নিল টিম ইন্ডিয়া। কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টের হেরিটেজ ব্যাঙ্ক স্টেডিয়ামে বৃহস্পতিবার চতুর্থ টি২০ ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে পাচঁ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত।পরপর ২ ম্যাচে হারল অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রস্তুতির জন্য জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেডদের টি২০ সিরিজের শেষ পর্বে আর খেলানো হচ্ছে না। তাতেই নিজেদের দেশের মাটিতে লড়াইয়ের যেন শক্তি হারিয়েছে অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান মার্শ।অস্ট্রেলিয়ার আগের ম্যাচের দল থেকে চারজনকে পরিবর্তন করলেও, ভারত বিজয়ী দলের কম্বিনেশনই ধরে রেখেছিল। তাতে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে। শুভমন গিল ৩৯ বলে ৪৬ রান করে ফেরেনষ অন্যদিকে অভিষেক শর্মা ২১ বলে ২৮ রান করেন। ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বরং দলগত লড়াইয়েই অনায়াসে জয় পায় ভারত। শিবম দুবে ২২ রান, অধিনায়ক সূর্যকুমার যাদব ২০ রান ও শেষদিকে অক্ষর প্যাটেলের অপরাজিত ১১ বলে ২১ রানের হালকা ঝড়ে ১৬৭ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে নাথান অ্যালিস, অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই ১১৯ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে বল হাতে ওয়াশিংটন সুন্দর তিনটি, শিবম দুবে, অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। ১১ বলে অপরাজিত ২১ রান করে ও দুই উইকেট নিয়ে অক্ষর প্যাটেল ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ শনিবার ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ক্যানবেরায় সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী হয়। এরপর ক্যানবেরায় তৃতীয় ম্যাচ জিতে ৫ উইকেটের ব্যবধানে জিতে ভারত সিরিজে সমতা ফেরায়।আর কুইন্সল্যান্ডে এসে ভারত এগিয়ে গেল। ফলে, সিরিজ হারানোর আশঙ্কা থাকছে না ভারতের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *