রুট-বুমরাহদের রেকর্ড, যশস্বী-শুভমনদের ব্যর্থতাতেও লড়াই রাহুল-পন্থের
রুটময় একটা দিন। বুমরাহর ঝলকের একটা দিন। লর্ডসের দ্বিতীয় দিন এটুকুই প্রাপ্তি। প্রথম দিন ৪ উইকেটে ২৫১ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড অলআউট হয় ৩৮৭ রানে। পাঁচ উইকেট তুলে কৃতিত্ব বুমরাহরই। জবাবে দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান। ভারত পিছিয়ে ২৪২ রানে। দিনের শুরুতে ৯৯ রানে ব্যাট করতে নেমে টেস্ট কেরিয়ারের ৩৭তম সেঞ্চুরি পেয়েছেন জো রুট। তাতে পেছনে ফেলেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে, দুজনের সেঞ্চুরিই ৩৬টি করে। ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠেতে টানা তিন ইনিংসে সেঞ্চুরির কীর্তিতে রুট তৃতীয়। এর আগে ছিল জ্যাক হবস ও মাইকেল ভনের।
অন্যদিকে বল হাতে বুমরাহ লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ৭৪ রানে ৫ উইকেট নিয়ে। টেস্ট কেরিয়ারে এটা তাঁর ইনিংসে ১৫তম বারের মতো ৫ উইকেট শিকার। এর মধ্যে ১৩টিই দেশের বাইরে। তাতে ভেঙে দেন কপিল দেবের রেকর্ডও। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছিলে কপিল। ১০৪ রানে আউট হন রুট। হাফসেঞ্চুরি করেন জেমি স্মিথ (৫১) ও ব্রাইডন কার্স (৫৬)। বল হাতে বুমরাহ ছাড়া সিরাজের শিকার ২, নীতীশের ২ আর জাদেজার ১।
জবাবে ব্যাট হাতে ব্যর্থ হন যশস্বী। ফেরেন ১৩ রানে। করুণ নায়ার ফেরেন ৪০ রানে। আর মাত্র ১৬ করে ফেরেন অধিনায়ক গিল। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। ১১৩ বলে ৫ চারে ৫৩ রান করে উইকেটে আছেন তিনি। উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট লাগায় তিনি নামবেন কি না, সেই নিয়ে সংশয় ছিল। কিন্তু যাবতীয় সংশয় উড়িয়ে ব্যাট করতে নামেন পন্থ। তিনিও ক্রিজে। ব্যাট করছেন ৩৩ বলে ১৯ রানে। তৃতীয় দিন এই জুটির ওপরই নির্ভর করবে অনেক কিছুই।