বৃষ্টিতে বাতিল ম্যাচ, অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ ভারতের, অভিষেক শর্মা গড়লেন অনন্য রেকর্ড  

0

বৃষ্টিতেই মনখারাপ অস্ট্রেলিয়ার। সিরিজ এগিয়ে থাকায় তা মুঠোয় চলে এল সূর্যকুমার যাদবদের। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ জয় করল টিম ইন্ডিয়া। বৃষ্টিতে ভেস্তে গেল পঞ্চম ম্যাচ। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া; কিন্তু পরের দুটি ম্যাচই জিতে নেয় ভারত। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

ব্রিসবেনের গাব্বায়  টস হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে ভারতের ২ ওপেনার অভিষেক শর্মা এবং শুভমন গিল মিলে ঝড়ের বেগে ৪.৫ ওভারেই তুলে ফেলেন ৫২ রান। ভারতের ব্যাটিং ঝড়ের মাঝেই শুরু হয় তুমুল বৃষ্টি।সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ। যে বৃষ্টি আর থামলোই না। বজ্রপাতের দাপটে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় দর্শকদেরও।খেলা বন্ধ হওয়ার পর জায়ান্ট স্ক্রিনে আবহাওয়া নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়।  শেষে বৃষ্টি এবং মাঠ খেলার অনুপযোগি হওয়ায় ম্যাচ রেফারি জেফ ক্রো ম্যাচটি বাতিল ঘোষণা করেন।  মাত্র ৪.৫ ওভার খেলা হওয়ার পরই কোনো ফলাফল ছাড়াই ম্যাচটা শেষ হয়ে যায়।

এই ম্যাচ বাতিল হওয়ায় ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নিল ভারতীয় দল। এদিন ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ওপেনার অভিষেক শর্মা ও ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার শুভমন গিল। অভিষেক শর্মা ১৩ বল খেলেই লেখেন নতুন ইতিহাস! অস্ট্রেলিয়ার এই ম্যাচে গড়লেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে এক হাজার রান পূর্ণ করলেন তিনি। অভিষেক এই মাইলফলকে পৌঁছান মাত্র ৫২৮ বল খেলে। ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের (৫৬৯ বল) রেকর্ড।

তবে বলের হিসেবে দ্রুত একহাজার রান করলেও ম্যাচের হিসেবে এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকলেন তিনি। তিনি এই কীর্তি গড়েছেন ২৮ ইনিংসে, যেখানে কিংবদন্তি বিরাট কোহলি ২৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। অর্থাৎ, মাত্র এক ইনিংসের ব্যবধানে অভিষেক কোহলির রেকর্ড ভাঙা থেকে বঞ্চিত হন। সব মিলিয়ে ১৬৩ রান করে সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয় টি২০ সিরিজ জিতল ভারত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *