বিশ্ব ক্রিকেটে যেন ভারতের রাজ! টি২০তে শুরু অভিষেক-রাজ, টেস্টে চমক জাদেজার

১ নম্বর- একদিনের ক্রিকেট দল
১ নম্বর – টি২০ ক্রিকেট দল
১ নম্বর- ওডিআই ব্যাটিং শুভমন গিল
১ নম্বর – টি২০ ব্যাটিং অভিষেক শর্মা
১ নম্বর – টি২০ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
১ নম্বর- টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ
১ নম্বর – টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
বিশ্ব ক্রিকেটে যেন রাজ চলছে টিম ইন্ডিয়ার। বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ২৪ বছর বয়সী অভিষেক শর্মা। মাত্র এক বছর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এখন পর্যন্ত শুধুই টি-টোয়েন্টি খেলেছেন অভিষেক। তাতেই বিশ্ব ক্রিকেটে রাজ করা শুরু করলেন তিনি। এর আগে দুই নম্বরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ মিস করায় সিংহাসনচ্যুত হন ট্রাভিস হেড। এখন তার রেটিং ৮২৯। অন্যদিকে হেডের রেটিং ৮১৪। টেস্ট ব়্যাঙ্কিংয়ে এগোলেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডারদের মধ্যে একনম্বর স্থান ধরে রাখলেন রবীন্দ্র জাদেজা। শুধু তাই নয়, ব্যাটে-বলে ভাল পারফরম্যান্স করে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ ওপরে উঠে ২৯ নম্বরে উঠে আসেন। বোলারদের মধ্যে একধাপ এগিয়ে ১৪ নম্বরে এলেন। ম্যাঞ্চেস্টারে ভাল খেলে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ওয়াশিংটন সুন্দরও। চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০১ রান তাঁকে আটধাপ এগিয়ে দিয়েছে। ব্যাটারদের মধ্যে ৬৫ নম্বরে উঠে এলেন। অলরাউন্ডারদের মধ্যেও আটধাপ এগিয়ে যৌথভাবে ১৩ নম্বরে উঠে এলেন। টেস্টে ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ব্যাটারদের তালিকায় ভারতের রয়েছে তিন ব্যাটার। সাত, আট, নয় নম্বরে যথাক্রমে রয়েছেন ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল। টি২০ ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে তিন নম্বরে রয়েছেন তিলক বর্মা, ৬ নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। টি২০ বোলারদের প্রথম দশে রয়েছেন বরুণ চক্রবর্তী (তিন) ও অর্শদীপ সিং (দশ)।ওডিআই ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে রয়েছেন রোহিত শর্মা (তিন), বিরাট কোহলি (চার), শ্রেয়স আইয়ার (আট) নম্বরে। ওডিআই বোলিংয়ে কুলদীপ যাদব রয়েছেন ২ নম্বরে। রবীন্দ্র জাদেজা ৯ নম্বরে।