কেকেআরে বঞ্চিত শ্রেয়স হাসি ফোটালেন প্রীতির মুখে, শীর্ষে পাঞ্জাব

0

স্পোর্টস ডেস্ক: সেই শ্রেয়স। সেই আইপিএল। প্রীতির মুখে হাসি ফুটিয়ে এবার শ্রেয়সের পাঞ্জাব পৌঁছে গেল শীর্ষে। সেইসঙ্গে নিশ্চিত হল প্রথম কোয়ালিফায়ার।পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইকে ৭ উইকেটে হারিয়েছে এখনো একবারও আইপিএল জিততে না পারা পাঞ্জাব।  প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেটে তুলেছিল ১৮৪ রান। যা ১৮.৩ ওভারে পেরিয়ে যায় পাঞ্জাব।

সৌজন্যে প্রিয়াংশ আর্য ও জশ ইংলিসের  অর্ধশতরানের ইনিংস। এই জয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে পাঞ্জাব। এদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বই লিগ পর্ব শেষ করল চারে থেকেই। তাদের আর পজিশন বদলানোর কোনও সম্ভাবনা নেই। চতুর্থ টিম হিসেবেই তারা প্লে-অফে খেলতে নামবে।অর্থাৎ কোয়ালিফায়ার-টু-তে খেলবে মুম্বই। টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিনও ছন্দে পাওয়া যায়নি রোহিত শর্মাকে। ২১ বলে ২৪ করে আউট হন তিনি। রিকেলটন ২০ বলে ২৭ করে ফেরেন। তবে স্বমেজাজেই খেলেন সূর্যকুমার যাদব।

অন্যদিকে অবশ্য নিরাশ করেন তিলক বর্মা (১), উইল জ্যাকস (১৭)। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সূর্য। হার্দিক করেন ১৫ বলে ২৬, নমন ধীর ১২ বলে ২০ করলে ১৮৪ তোলে মুম্বই। জবাবে দুর্দান্তই শুরু করে পাঞ্জাব। ওপেনার প্রিয়াংশ আর্য ৩৫ বলে ৬২ রান করে আউট হয়ে যান যখন, তখন জেতার জন্য মাত্র ৪২ রান দরকার ছিল। ১০৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী জশ ইংলিস ৪২ বলে ৭৩ রান করেন। ১৬ বলে ২৬ রান করে অপরাজিত থেকে ফিনিশ করে দেন শ্রেয়স আইয়ার। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর আবারও প্লে অফে পৌঁছল পাঞ্জাব কিংস।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *