বৃষ্টিতে কপাল পুড়ল , বিরাট মিস করলেন ভক্তদের আবেগ

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেল। সেইসঙ্গে ভেসে গেল স্বপ্ন। ভারত-পাক সংঘর্ষের আবহে ১০ দিন বন্ধ ছিল আইপিএল। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও একওভারও ম্যাচ হল না। কলকাতায় এই বৃষ্টির ভয়েই অন্যত্র ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করছে বোর্ড। সেই কলকাতার প্লে অফে ওঠার স্বপ্নই ভেসে গেল ভিনরাজ্যে। পরিত্যক্ত হল আরসিবি-কেকেআর ম্যাচ।পূর্বাভাস ছিলই। শনিবার দুপুর গড়াতে না গড়াতেই চেন্নাস্বামী স্টেডিয়ামে অঝোরে বৃষ্টি নামে। সন্ধ্যার পরও বৃষ্টি কমেনি। পিছিয়ে যায় টস। একবার বৃষ্টি থমকালে সুপার সপার কাজ শুরু করে মাঠ শুকনোর। আশা জাগে কেকেআর ভক্তদের। কিন্তু সে আশাতেও জল পড়ে।

ফের ঝমঝমিয়ে বৃষ্টি। আশা ছিল পাঁচ ওভারের ম্যাচ যদি হয়। কিন্তু সেই পরিকল্পনাও ধুয়ে যায় বৃষ্টিতে। রাত বাড়ে, বৃষ্টিও বাড়ে। ভেসে যায় আউটফিল্ড।
বেঙ্গালুরু সমর্থকদের পরিকল্পনা ছিল, কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সি পরে মাঠে উপস্থিত থাকবেন তাঁরা। প্রবল বৃষ্টিতে তাঁদের সেই উৎসাহে ভাটা পড়ে। যদিও গ্যালারিতে তাঁরা হাজির হয়েছিল। কোহলির নামে বিরাট টিফোও দেখা যায়। ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল দু’দলের মধ্যে। আরসিবি ১৭ পয়েন্ট নিয়ে চলে গেল এক নম্বরে। কলকাতার পয়েন্ট ১২। কেকেআর ছ’নম্বরে রয়ে গেল। ফলে শেষ আশাটুকুও শেষ। আর কোনও অঙ্কই বাকি থাকল না। অজিঙ্কা রাহানেদের কাছে পরবর্তী ম্যাচ নিয়ম
রক্ষার হয়ে দাঁড়াল।