আইপিএল দর্শকদের জন্য দুঃসংবাদ, করের ধাক্কায় আরও বাড়ছে টিকিটের দাম

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জমজমাট আইপিএলের ম্যাচ, মাঠে বসেই উপভোগ করতে ভালবাসেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার পকেটে টান পড়তেই পারে। এবার আইপিএলের দর্শকদের দুঃসংবাদ দিয়েছে ভারত সরকার। বাড়িয়ে দেওয়া হয়েছে টিকিটের দাম। এতে মাঠে বসে খেলা দেখা আরও ব্যয়বহুল হয়ে গেছে। পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন।

এতদিন পর্যন্ত যেখানে আইপিএলের টিকিটের ওপর ২৮ শতাংশ হারে কর থাকত, এখন এই সংষ্কারের ফলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশ। তবে এই প্রভাব কিন্তু রঞ্জি, আইলিগের মতো ইভেন্টে ধার্য হবে না। কারণ, এর কোনওটাই লাক্সারি ইভেন্ট হিসাবে দেখা হয় না। একমাত্র আইপিএলই মিলিয়ন ডলার টুর্নামেন্ট হিসেবে বিবেচিত। ফলে, জিএসটি বেড়ে যাওয়ার অর্থ, ৫০০ টাকার আইপিএল টিকিট এ বার বেড়ে হবে ৭০০ টাকা। এতদিন যা ছিল ৬৪০ টাকা। এক হাজার টাকার টিকিট বেড়ে হবে ১৪০০ টাকা। এত দিন ছিল ১২৮০ টাকা। একই নিয়মে ২ হাজার টাকার টিকিট ৮০০ টাকা অতিরিক্ত জিএসটি দিয়ে কিনতে হবে ২৮০০ টাকায়।

যা আগে কেনা যেত ২৫৬০ টাকায়। এমনিতেই মেগা টি-টোয়েন্টি লিগের টিকিটের দাম মহার্ঘ করে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিরা। এবার কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ করের আওতায় চলে আসছে আইপিএল টিকিট। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি’র হার কার্যকর হবে। তবে আইপিএলের পাশাপাশি প্রো কবাডি লিগ বা আইএসএলের মতো টুর্নামেন্টও কি এর আওতায় আসবে, তা অবশ্য এখনও স্বচ্ছ নয়। আইপিএলের মতো প্রিমিয়াম ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে এই দাম বেড়ে যাওয়ায় চিন্তা বাড়বে যেমন ক্রিকেটপ্রেমীদের, তেমন মাঠে এসে খেলা দেখার প্রবণতাও মধ্যবিত্তদের ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কতটা প্রভাব পড়ে আইপিএলে, তাই এখন দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *