মা হতে চলেছেন ক্যাটরিনা! ঢিলেঢালা পোশাক, ধীর গতিতে হাঁটা উসকে দিচ্ছে নেটিজেনদের কৌতূহল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিপাড়ার অন্যতম আলোচিত দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে ঘিরে ফের গুঞ্জন। সম্প্রতি মুম্বইয়ের জেটিতে তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে ধরা পড়েছে দু’জনের আলিবাগ রওনার মুহূর্ত। ভিডিয়োতে দেখা যায়, ক্যাটরিনার পরনে ঢিলেঢালা পোশাক এবং তাঁর হাঁটার ধীর গতি দেখে অনেকেই মনে করছেন, তিনি মা হতে চলেছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, জেটিতে ভিকি ও ক্যাটরিনা আলিবাগের উদ্দেশে রওনা হচ্ছেন বোটে করে। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা কো-অর্ড সেট, পনিটেল বাঁধা চুল, মুখে মাস্ক। মেকআপের চিহ্নমাত্র নেই। ক্যাটরিনা অত্যন্ত সতর্কতার সঙ্গে বোটে উঠছেন । এই দৃশ্য দেখে নেটপাড়ার অনুরাগীরা ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো করেছেন। কেউ কেউ বলছেন, পোশাকের একটি বোতাম খোলা দেখে মনে হচ্ছে স্ফীতোদরের কারণেই তিনি সেটি আটকাতে পারেননি। আবার অনেকের নজর পড়েছে তাঁর ধীর গতিতে হাঁটার ধরনে।
এর আগেও ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, বিশেষ করে আম্বানি পরিবারের অনুষ্ঠান, অনন্ত আম্বানির বিয়েতে তাঁর হাঁটাচলা ও পোশাক নিয়ে। যদিও প্রতিবারই সেই জল্পনা সময়ের সঙ্গে মিলিয়ে গিয়েছে।
তবে এ বার পরিস্থিতি খানিকটা আলাদা। বিয়ের সাড়ে তিন বছর পেরিয়ে সুখে সংসার করছেন ভিকি-ক্যাট। ইতিমধ্যেই ক্যাটরিনা হয়ে উঠেছেন কৌশল পরিবারের ‘পারফেক্ট’ বউমা।
জানা গিয়েছে, ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে এই তারকা দম্পতি আলিবাগে ছুটি কাটাতে গিয়েছিলেন। সড়কপথে সময় বেশি লাগায় তাঁরা বোটকেই যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন। ভিকি-ক্যাটরিনার বিয়ের প্রায় সাড়ে তিন বছর হয়ে গেছে। এই মুহূর্তে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি, রণবীর সিং–দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর–আলিয়া ভাট, বরুণ ধবন–নতাশা দালালের মতো বলিউডের অনেক তারকাই মা-বাবার নতুন জীবন উপভোগ করছেন। সেই প্রেক্ষিতে ক্যাট-ভিকির অনুরাগীরাও একরকম আশায় বুক বেঁধেছেন।
গত বছর অনন্ত আম্বানির বিয়ের সময়েও তাঁর পোশাক ও হাঁটাচলা নিয়ে একই রকম অনুমান করেছিলেন নেটাগরিকরা। গত কয়েক বছর ধরে ক্যাটরিনা সমাজমাধ্যম ও ছবিশিকারিদের থেকে দূরত্ব বজায় রেখেছেন এবং বেশ কিছুদিন ধরেই নতুন কোনও ছবিতেও দেখা যায়নি তাঁকে। তাই এমন মুহূর্তে অনুরাগীরা নতুন করে আশাবাদী। ভালবাসায় ভরিয়ে কেউ লিখেছেন, ‘ফিঙ্গার্স ক্রসড!’, কেউ বা বলছেন, “যদি সত্যি হয়, খুব খুশি হব।” অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সুখবর শোনার জন্য, তবে সত্যিটা কী, তা একমাত্র সময়ই বলে দেবে।