‘দেব বিরোধী’ কুণাল? রাজনীতিবিদ-অভিনেতার পোস্টে কটাক্ষ রানার, পাল্টা কী জবাব এল?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মঙ্গলের সকালটা কি আদৌ ‘মঙ্গল’ময় হল? সকাল থেকেই সরগরম বাংলা বিনোদন জগতের। বিতর্কের সূত্রপাত রাজনীতিবিদ-অভিনেতা কুণাল ঘোষের একটি পোস্টকে ঘিরে। তাঁর মন্তব্য এ বার পুজোয় ‘রঘু ডাকাত’ নাকি সত্যিই ডাকাতি করতে নেমেছেন। লক্ষ্য বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনের বিশেষ সময় দখল। ফলে নেটিজেনদের অনুমান, কোণঠাসা হতে পারে আরও তিন পুজোর ছবি, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। নাম না করেই দেবের ছবিকে ‘প্রভাবশালী’ ছবি বলে কটাক্ষ করে সরাসরি কুণাল ঘোষের প্রশ্ন, ছবি প্রদর্শনের জন্য এই ছবি বাড়তি শো পাচ্ছে কেন?
এর পরেই একে একে সরব হয়েছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি এবং রানা সরকার। শ্রীকান্ত লিখেছেন, ‘খেলা হবে।’ মহেন্দ্র সোনির বক্তব্য, ‘ভিকটিম কার্ডের খেলা শুরু’। অন্য দিকে রানা সরকার তাঁর পোস্টে লেখেন, ‘কেন কুণাল ঘোষ দেব-বিরোধী? রঘু ডাকাতের পিছনে লাগছেন কেন? বাংলা ছবি নিয়ে এখন এত কথা কেন বলেন তিনি?’ প্রযোজকের অনুমান, কুণাল ঘোষকে মদত দেওয়া নেপথ্যে কি কোনও প্রযোজনা সংস্থা রয়েছে?
কুণাল কি সত্যিই ‘দেব বিরোধী’? রানা সরকারের পোস্ট এড়িয়ে যাননি রাজনীতিবিদ তথা অভিনেতাও। পাল্টা লিখলেন, ‘কুণাল ঘোষ নায়ক দেবের বিরোধী নয়। টেক্কার আগের ইন্টারভিউটা মনে আছে? কিন্তু যে বা যারা এই সরকারকে ফেলার প্রচার করছে, প্রতিবাদের নামে কুৎসা করছে, তাদের কয়েকজনকে নিয়ে ২০২৬-এর আগে ছবি করা, সেটাও কি ইঙ্গিতবাহী? ওওও রানাবাবু, যে নায়িকা বাংলায় সন্তানের জন্ম দিতে লজ্জা পান, তাকে নিয়ে ছবির জন্ম দিয়ে কী বার্তা দিচ্ছেন? যে মিঠুনদা সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা করছে, তাকে নিয়ে আদিখ্যেতা? কীসের ইঙ্গিত? আমি দেবকে পছন্দ করি কি না, দেব বুকে হাত রেখে বলুক। ওসব পর্ব আপনি জানেন না হয়ত। আমি ব্যক্তিগত বিষয় লিখতে চাই না।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ধূমকেতুর লাগাতার প্রচার দিয়েছি আমি জড়িত থাকা সব কটা মিডিয়ায়। আমি কেন রঘু ডাকাতের বিরোধী হবো? ‘বিনোদিনী’ নিয়ে আমি কতটা ইমোশনালি ইনভলবড ছিলাম, রুক্মিনীকে জিজ্ঞেস করে নেবেন।’ পাশাপাশি তাঁর দাবি, তিনি বাংলা ছবি নিয়ে কথা বলেন কারণ সক্রিয় ভাবে ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন একসময়ে। এমনকি তাঁর লিখিত উপন্যাস থেকে ওটিটি প্ল্যাটফর্মও নিজেদের কন্টেন্ট বাছাই করছেন। রানা সরকারের ‘প্রযোজনা সংস্থার হাত’ কথাটির মন্তব্যে কুণাল লেখেন, ‘আমার পেছনে কেন প্রোডাকসন হাউস থাকবে? যখন টেক্কা বা খাদানের প্রশংসা করছিলাম, তখন তাহলে কারা ছিল? যখন কোনো সিনেমা, নাটককে দর্শকের কাছে তুলে ধরি, কে থাকে?? আমি আমার ভালোলাগা থেকে করি। কেউ কারুর কাজে সহযোগিতা চাইলে, ভালো লাগলে করি।’