নতুন করে প্রেমে পড়লেন পরীমণি! সমাজমাধ্যমের পোস্টই উস্কে দিচ্ছে জল্পনা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি। ব্যক্তিগত জীবন ঘিরেও বিতর্কের শেষ নেই তাঁর। একাধিক সম্পর্ক, শরীফুল রাজের সঙ্গে বিয়ে, তারপর বিচ্ছেদ-সব মিলিয়েই অভিনেত্রীকে ঘিরে আলোচনা যেন আর থামে না। তিনি অবশ্য তাঁর দুই সন্তানকে নিয়ে থিতু হয়েছেন নিজের মতো করে। বড় ছেলে পদ্ম এবং দত্তক-কন্যা প্রিয়মকে ঘিরেই নাকি তাঁর জগৎ। এরই মাঝে ফের নতুন করে চর্চায় উঠে এল তাঁর নাম।
নেটপাড়া বলছে, নতুন করে প্রেমে পড়েছেন নাকি নায়িকা। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টই উস্কে দিচ্ছে জল্পনা। গত শুক্রবার দুপুরে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। একঢাল খোলা চুল। নেই বিশেষ রূপটান। দুই চোখ ঢাকা কালো রোদচশমায়। এখানেই চমক। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এই সানগ্লাসটা আমার নয়। কিন্তু সে আমার…’ তারপরে যদিও অভিনেত্রী সকলকে শুভ শুক্রবারের শুভেচ্ছা জানান। কিন্তু তার প্রথম কথাটিই যথেষ্ট অনুরাগীদের নজর কাড়ার জন্য।

এর আগে বাংলাদেশি গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল পরীর। কিন্তু কিছু মাস পরেই শোনা যায় সেই সম্পর্কও অতীত। গত ১০ আগস্ট ছিল অভিনেত্রীর ছেলের জন্মদিন। এ দিন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পদ্মের জন্মদিনের আয়োজনে গায়ক সাদীকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, পুরনো প্রেম কি তবে জোড়া লাগল? যদিও শোনা যায় দু’জনের মধ্যে বিশেষ কথা হয়নি সেই দিন।