কিং কোহলির কি জমানা শেষ! পরপর শূন্য! এমন দৃশ্য তাঁর ব্যাটে আগে দেখেনি ক্রিকেট বিশ্ব

0

স্পোর্টস ডেস্ক: শূন্য হাতে কোহলি। পরপর দু’বার। ক্রিকেট মঞ্চে যেন চন্দ্রগ্রহণ! অচেনা এক দৃশ্য। পারথে ৮ বল খেলার পর এবার অ্যাডিলেডে ৪ বল স্থায়ী হন তিনি। যথারীতি রানের খাতা খুলতে পারলেন না। ওয়ানডে কেরিয়ারে প্রথমবারের মত জোড়া ডাকের শিকার হলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান টানা দুই ম্যাচে আউট হলেন শূন্য রানে।ক্রিজ ছাড়ার সময়ও স্টেডিয়ামজুড়ে করতালি—তবুও মুখে হতাশার ছাপ স্পষ্ট। এমন এক ব্যাটার, যিনি এক সময় ছিলেন ‘রান মেশিন’, তিনিই টানা দুই ম্যাচে শূন্য রানে বিদায় নিচ্ছেন। ‘কাহারো দিন সমান নাহি যায়’! ক্রিকেটের মঞ্চে কিং কোহলির এই নীরবতা যেন অচেনা এক দৃশ্য। এমন অভিজ্ঞতা ১৭ বছরের ওয়ানডে কেরিয়ারে আগে হয়নি।

২২৪ দিন পর খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার অ্যাডিলেইডে চার বলে শূন্য করে বার্টলেটের বলে এলবিডব্লিউ হন কোহলি। সিরিজের প্রথম ম্যাচে মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে তিনি ফিরেছিলেন। অজিদের মাটিতে ৩০ ওয়ানডের কেরিয়ারে ভারতীয় এই তারকার প্রথম কোনো ডাকের অভিজ্ঞতা। অথচ এর আগে অ্যাডিলেডে খেলা শেষ দুই ওয়ানডেতে (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ১০৪ ও পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ১০৭) সেঞ্চুরি করেন কোহলি।

এখন পর্যন্ত ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এদিক থেকে তৃতীয়। সামনে আছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর ও জাভাগাল শ্রীনাথ। শচীন ৪৬৩ ওয়ানডেতে ২০ এবং শ্রীনাথ ২২৯ ওয়ানডেতে ১৯ বার ডাক খেয়েছেন। এ ছাড়া কোহলির সমান ১৮ ওয়ানডেতে শূন্য রানে আউট হন অনিল কুম্বলে ও যুবরাজ সিং। তবে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার রেকর্ড অবশ্য শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যর দখলে। ১৯৮৯ থেকে ২০১১ পর্যন্ত গড়া কেরিয়ারে তিনি খেলেছেন ৪৪৫ ওয়ানডে, এর মধ্যে ৩৪ ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারেননি। 

তাঁর ফর্ম, ফিটনেস, ভবিষ্যৎ নিয়ে যখন জোর জল্পনা, তখন এই অনিচ্ছুক কৃতিত্ব গড়ার পর থেকেই কোহলির অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এটাই স্বাভাবিক। অনিশ্চয়তার মুখে কোহলির ভবিষ্যৎ। কোহলি রান না পেয়ে নিজেকেই বিপন্ন করলেন। তিনি ফর্ম খুঁজে বেড়াচ্ছেন। তাঁর গড় এখন নেমে হয়েছে ৪৯। আগে সেই গড় ছিল ৫৭। 

টেস্টও ছেড়েছেন, টি২০ ক্রিকেটও। সহায় সম্বল এই ওয়ান ডে। সেখানেও ম্যাচ না খেলে খেলে কি জং পড়ছে কোহলির ব্যাটে! এভাবে কতদিন? নাকি কোহলি ফিরবেন কিং-এর মেজাজেই! হাতে এখন একটিমাত্র ওয়ানডে—সেই ম্যাচই হয়তো নির্ধারণ করবে টিম ইন্ডিয়ায় কিং কোহলির ভবিষ্যৎ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *