সূর্যের উদয়, ঈশানের তেজ! টি২০তে দ্রুততম রান তাড়ায় ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

0

সূর্য উদয় হল। তাতেই অনায়াসে জয় টিম ইন্ডিয়ার। ২৮ বল বাকি থাকতেই ২০০ রানের গণ্ডি টপকে দ্বিতীয় ম্যাচও জিতে নিল ভারত। এদিন রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জেতেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে জিতে নিউজিল্যান্ডকেই ব্যাটিং করতে পাঠান।তাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কিউয়িরা তোলে ২০৮ রান। জবাবে ভারত ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে রইল ভারত।
এদিন প্রথমে নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে মনে হয়েছিল সূর্যকুমার মনে হয় বুমেরাং হয়ে যাবেন। কিউয়িদের ব্যাটিংয়ে সেরা পারফরম্যান্স দেখান অধিনায়ক মিচেল স্যান্টনার। ২৭ বল খেলে ৪৭ রান করে অপারজিত থাকেন। এরমধ্যে ৬ চার ও ১ ছক্কা। রাচিন রবীন্দ্রও ভালো ব্যাটিং করেন।২৬ বল খেলে করেন ৪৪। এরমধ্যে  জোড়া বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি।কুলদীপ যাদব চার ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। এছাড়া হার্দিক, শিবম, বরুণ ও হর্ষিত একটা করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনারই ফ্লপ হন। সঞ্জু স্যামসন প্রথম ওভারেই মাত্র ৬ রান করে ফিরে যান। এরপরই অভিষেক শর্মা শূন্য হাতে ফেরেন।এরপর ক্রিজে জুটি বাঁধেন ঈশান কিষান ও সূর্যকুমার যাদব। ঝলমলে ইনিংস উপহার দিলেন দুই তারকাই। ঈশান ৩২ বলে ৭৬ রান করে আউট হন। এরমধ্যে ছিল ১১ চার ও ৪ ছক্কা। বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের দলে তাঁকে সুযোগ দেওয়া কোনও ভুল নয়। সূর্যকুমার যাদবেরও ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা চলছিল। সেই রানের খরা কাটিয়ে উঠলেন এই ম্যাচেই। তুললেন ঝড়। ৩৭ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস তাঁর। এরমধ্যে রয়েছে ৯ চার ও ৪ ছক্কা। শিবম দুবে শেষপর্যন্ত ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন। মাত্র ১৫.২ ওভারেই ২০৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। তাতে টি২০ ক্রিকেটে ২০০র বেশি রান তাড়া করায় ভারত দ্রুততম হয়ে ইতিহাস গড়ল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *