‘দুধ-ঘিয়ের অভাব হবে না’, স্ত্রীকে প্রেম নিবেদন-এর গল্প শোনালেন জয়দীপ আহলাওয়াত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘পাতাল লোক’-এর হাথিরাম চৌধুরী পর্দায় যতটা গম্ভীর, বাস্তব জীবনে ততটাই সহজ, সোজাসাপ্টা আর মাটির মানুষ জয়দীপ আহলাওয়াত। বলিউডের আলোর ঝলকানির বাইরে থেকেও নিজের অভিনয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। সম্প্রতি, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এসে জয়দীপ তার ব্যক্তিগত জীবনের একটি মজার অংশ তুলে ধরেন।
১৬ বছর ধরে জ্যোতি হুডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ জয়দীপ। তাদের সম্পর্ক আজকের নয়, হরিয়ানার দিনগুলো থেকেই তাদের ভালবাসার গল্প শুরু হয়েছিল, এমনকি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)-তে যোগ দেওয়ারও আগে। জ্যোতি FTII-তে তার জুনিয়র হলেও, তাদের ভালবাসার ভিত্তি তারও অনেক আগে স্থাপিত হয়েছিল।


সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে এসে, স্ত্রী জ্যোতির সঙ্গে নিজের প্রেম আর বিয়ের গল্প খুলে বলেন জয়দীপ। কপিল যখন জানতে চাইলেন, কী ভাবে প্রেম প্রস্তাব দিয়েছিলেন, হাসতে হাসতে জয়দীপ বললেন—“একজন জাঠ ছেলে প্রেম নিবেদনের কায়দা কতটাই বা জানবে?” পাশে বসে থাকা বিজয় বর্মা তখন মজা করে বলেন, “ও নিশ্চয়ই একটা ঘিয়ের ডিব্বা নিয়ে গেছিল!” আর সেখানেই সব দর্শক হেসে কুটোপাটি—কারণ জয়দীপও লজ্জা না পেয়ে সোজা বলে ফেললেন, “আমি বলেছিলাম, দুধ-ঘিয়ের কখনও অভাব হবে না। সিদ্ধান্ত এখন তোমার।”


দীর্ঘ সংগ্রামের পর জয়দীপ আহলাওয়াত নিজেকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করেছেন। ২০১০ সালে ‘আক্রোশ’ ছবিতে ছোট একটি চরিত্রের মাধ্যমে তার যাত্রা শুরু হলেও, ২০২০ সালের অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ ‘পাতাল লোক’ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একজন সমস্যাগ্রস্ত পুলিশ অফিসার হাথিরাম চৌধুরীর চরিত্রে তার অভিনয় তাকে ব্যাপক প্রশংসা এনে দেয় এবং তাকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড এনে দেয়। এরপর থেকে ‘জানে জান’, ‘মহারাজ’ সহ আরও অনেক সফল প্রজেক্টে তাকে দেখা গেছে। সম্প্রতি ‘মহারাজ’ (২০২৪) ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার জিতেছেন।
এই পর্বে জয়দীপের সঙ্গে ছিলেন বিজয় বর্মা, জীতেন্দ্র কুমার এবং প্রতীক গান্ধী। প্রতীক গান্ধীও তার বিবাহিত জীবন নিয়ে কথা বলেন এবং মজার ছলে জানান যে, থিয়েটারের পটভূমি থেকে আসায় ঝগড়ার সময়ও তারা স্পষ্ট করে কথা বলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *