পুরুষদের মধ্যেও মাতৃত্ব থাকে, আমার মধ্যেও আছে: জয়া
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আডিশনের সঙ্গে ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় তিনি একবার বলেছিলেন, কোনও পুরনো বস্তু হোক বা পুরনো সম্পর্ক, বরাবরই তার সঙ্গে এক আবেগ জড়িয়ে থাকে অভিনেত্রীর। পোষ্যদেরকে নিজের সন্তানের সমান মনে করেন তিনি। কথা হচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে। যিনি মনে করেন, নাড়ির টান অথবা রক্তের সম্পর্ক না থাকলেও ভালবাসা ফিকে হয়ে যায় না। তিনি বলেন, ‘ভালবাসা সর্বজনীন’।
এমনই এক সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া। ছবির নাম ‘ডিয়ার মা’। পরিচালনায় অনিরুদ্ধ রায়চৌধুরী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ঝলক। নাম শুনেই বোঝা যাচ্ছে ছবির সঙ্গে মাতৃত্বের মেলবন্ধনের সূত্র। কিন্তু কেমন মাতৃত্ব? কলকাতায় এই ছবির প্রচারে এসে জয়া বলেন, “মাতৃত্ব একটা অনুভূতি। এর কোনও লিঙ্গ নেই।”

অভিনেত্রীর মতে, মাত্রত্ব পুরুষদের মধ্যেও থাকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়া বলেন, “শুধু মহিলা নয়, আমি মনে করি, প্রত্যেক মানুষের মধ্যে মাতৃত্ব থাকে। আমার মধ্যে মাতৃত্ব প্রবল রয়েছে। আমি পোষ্যদের খুব ভালবাসি। তাঁদের প্রতি আমার মাতৃত্ব প্রবল। অনেক পুরুষ এবং বাবাদের ভিতরেও এটা থাকে। এটার সঙ্গে লিঙ্গভেদের কোনও বিষয় নেই। এটা একটা অনুভূতি। সর্বজনীন অনুভূতি। আর এই অনুভূতিটা যে কারও প্রতি আসতে পারে। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে সুন্দর এক অনুভূতি হল মাতৃত্ব। এটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” বড়পর্দায় ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই।